সুপার ডিভিশন উদ্বোধনীতে বিসিসিআই-র খায়রুল, জয় দিয়ে শুরু ইন্ডিয়া ক্লাবের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : উদ্বোধনী দিনে শিলচরের সুপার ডিভিশন ক্রিকেটে অভিযান শুরু করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব। ৯৯ রানের ব্যবধানে শুক্রবার তারা ম্যাচ জিতে। প্যারামাউন্ট স্কুল কাপ টুর্নামেন্টে তারা উধারবন্দ টেবিল টেনিস ক্লাবকে এই বড় ব্যবধানে হারায়। সতীন্দ্র মোহন দেব স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেয় টিটি ক্লাব। শুরুতে সাফল্যও পায় তারা। তবে বোলাররা সে ধারা বজায় রাখতে পারেননি। দারুণ ব্যাটিং করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অভিষেক দেব ও অমিত যাদব। উভয়ে করেন অর্ধশতরান। গড়েন ১২৪ রানের বিশাল জুটি। যেখানে টিটি ক্লাব সব মিলিয়ে করেছে ৯৯ রান।

৭২ বলে ৭১ রান করে অপরাজিত থাকেন অমিত। হাঁকান চারটি চার ও দুটি ছক্কা। ৭৮ বলে ৬৪ রান করে যান অভিষেক। তিনি ছয়টি বাউন্ডারি মারেন। নির্ধারিত ৪০ ওভারে ৪ উইকেটে ১৯৮ রান তোলে ইন্ডিয়া ক্লাব। মানসজ্যোতি গগৈ ২৬, প্রশান্ত কুমার ১১ রান করেন। টিটি ক্লাবের বনদীপ চক্রবর্তী, প্রীতম দত্ত, শামিম আহমেদ মির ও দেবজ্যোতি দেব একটি করে উইকেট নেন।

সুপার ডিভিশন উদ্বোধনীতে বিসিসিআই-র খায়রুল, জয় দিয়ে শুরু ইন্ডিয়া ক্লাবের

জবাবী ব্যাটিংয়ে ২৪.১ ওভারে অলআউট হয়ে যায় টিটি ক্লাব। তারা করে ৯৯ রান। শামিম আহমদ মির (২৯), দেবজ্যোতি দেব (২৭) ও মুন্না সিং (১১) দু অঙ্কের রান পান। ব্যাটিংয়ের পর বল হাতে নিয়েও অভিষেক দেব ৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। দুটি করে উইকেট নেন শম্ভু রায় ও যোগেশ্বর ভূমিজ। শনিবার সুপার ডিভিশনের দ্বিতীয় দিন খেলবে টাউন ক্লাব ও ইউনাইটেড ক্লাব।

সুপার ডিভিশন উদ্বোধনীতে বিসিসিআই-র খায়রুল, জয় দিয়ে শুরু ইন্ডিয়া ক্লাবের

শুক্রবার আসরের উদ্বোধনী পর্বে খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এপেক্স কাউন্সিল সদস্য শিলচরের বাসিন্দা মহম্মদ খায়রুল জামাল মজুমদার (মামন)। সেইসঙ্গে অতিথিদের মধ্যে ছিলেন শিলচর ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়, প্রাক্তন সহসভাপতি সুজয় দত্তরায় ও স্পনসর প্যারামাউন্ট স্কুলের কর্ণধার সুধাংশু দাস। এছাড়াও ডিএসএ সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, সহসচিব অরিজিৎ গুপ্ত, ক্রিকেট সচিব নিরঞ্জন দাস, ক্রিকেট সহসচিব দীপঙ্কর দেব, আম্পায়ার সচিব হিমাদ্রি শেখর দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Spread the News
error: Content is protected !!