বৃষ্টিই কাল! টসে এপিসিসি-তে ছিটকে গেল ইন্ডিয়া ক্লাব

বরাক তরঙ্গ, ৬ মে : রাজ্য ক্রিকেট মানচিত্রে শিলচরের মর্যাদাকে তুলে ধরল ইন্ডিয়া ক্লাব। অসম প্রিমিয়ার ক্রিকেট চ্যাম্পিয়নশিপের মূলপর্বে মোট পাঁচটি ম্যাচ খেলে চারটিতেই জয়ী হয় শিলচরের শতাব্দী প্রাচীন ইন্ডিয়া ক্লাব। রবিবার সেমিফাইনালে কোকরাঝাড়ের বিপক্ষে ফেবারিট দল হিসেবে খেলতে নামলেও ভাগ্য সাধ দেয়নি। ফলে দল দুরন্ত ছন্দে থাকলেও অঝোরে বৃষ্টি নামায় লাভ হয়ে গেল টেঙাপাড়া ক্রিকেট ক্লাবের। টসে জয়ী হয়ে প্রতিযোগিতার ফাইনালে প্রবেশ করে টেঙাপাড়া। গুয়াহাটির জাজেস ফিল্ডে আজ টেঙাপাড়ার বিপক্ষে খেলতে নামে শিলচরের প্রতিনিধিত্বকারী দলটি।

ম্যাচ শুরু হওয়ার আগে একবারের জন্যও মনে হয়নি ইন্ডিয়া ক্লাবকে এভাবে ছিটকে যেতে হবে। প্রথম ব্যাটিংয়ে যায় টেঙাপাড়া। ১২ ওভারে ১১২ রান করতে ২ উইকেট হারায় তারা। ম্যাচ তখনও ফিফটি ফিফটি থাকলেও আশায় বুক বেধেছিল ইন্ডিয়া ক্লাব। কিন্তু সব আশাই ভেঙে চুরমার হয় বৃষ্টির জন্য। এসিএ-র নিয়ম অনুসারে ম্যাচের নিষ্পত্তি ঘটাতে টসের সাহায্য নেন ম্যাচের দুই আম্পায়ার। আর তাতেই হেরে প্রতিযোগিতা থেকেই ছিটকে যেতে হল। সেই সঙ্গে এবারের মত এপিসিসি-তে অভিযান শেষ করল ইন্ডিয়া ক্লাব। ইন্ডিয়া ক্লাব সচিব সুমন্ত দাস অবশ্য ভাল প্রদর্শনের জন্য খেলোয়াড়দের কৃতিত্বই দিলেন। বলেন, আমরা পরবর্তী এপিসিসি-তে ভালো ফল করার চেষ্টা করবো’।

Author

Spread the News