ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ প্রধান শিক্ষকের, ঘেরাও
বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : শিক্ষক সমাজকে লজ্জা দেওয়ার মতো এক ঘটনা সংঘটিত হল করিমগঞ্জে। নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ প্রধান শিক্ষকের এমন অভিযোগ উঠল। দীর্ঘদিন থেকে অশালীন আচরণ করে আসা ঐ শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করে ঘেরাও করেন অভিভাবক ও স্থানীয় জনগণ।
করিমগঞ্জ মাইজগ্রাম ৪৯৩ নং সপনাবঞ্জন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ চক্রবর্তী বিরুদ্ধে এই অভিযোগ উঠে। স্থানীয় জনগণের অভিযোগ, শিক্ষক দীর্ঘদিন থেকে নাবালিকা ছাত্রীর সঙ্গে অশালীন আচরণ করে আসছিলেন। এমনকি শিক্ষক বিদ্যালয়ে মদ্যপান করে থাকেন। কেননা বিদ্যালয়ের যত্রতত্রস্থানে পড়ে রয়েছে মদের বোতল।
বৃহস্পতিবার ক্ষুব্ধ স্থানীয় জনগণ ও অভিভাবকরা বিদ্যালয়ে উপস্থিত হয়ে প্রধান শিক্ষককে ঘেরাও করলে এক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে উত্তর করিমগঞ্জ শিক্ষা বিভাগের খণ্ড আধিকারিক স্কুলে উপস্থিত হন। তিনি পরিস্থিতি সামাল দেন এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
প্রতিবেদক : মোহাম্মদ জনি করিমগঞ্জ।