শিলচরে ইনকাম ট্যাক্স দলের অভিযান

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জানুয়ারি : শিলচরে একটি দোকানে ইনকাম ট্যাক্স দল অভিযান চালালো। মঙ্গলবার  চামড়াগুদামে লক্ষ্মী ট্রেডিং কোম্পানির দোকানে ইনকাম ট্যাক্স দল হানা দেয়। এ দিন দুপুরে গুয়াহাটি থেকে ইনকাম ট্যাক্সের টিম ও শিলচরের ইনকাম ট্যাক্সের অফিসার ও কর্মীরা লক্ষ্মী ট্রেডিং কোম্পানি নামের গুটখা, পান মসলা ও ধূপকাঠির দোকানে এবল গুদামে হানা দেন।

শিলচরে ইনকাম ট্যাক্স দলের অভিযান
শিলচরে ইনকাম ট্যাক্স দলের অভিযান

Author

Spread the News