শ্রীভূমিতে “খেল মহারণ ২.০”-এর আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : শ্রীভূমি জেলার ডিএসএ ইন্ডোর স্টেডিয়ামে আজ থেকে শুরু হলো “খেল মহারণ ২.০”-এর আঞ্চলিক পর্যায়ের সাঁতার প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মীন, পশুপালন ও পশু চিকিৎসা এবং পূর্ত বিভাগের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল।

অসম সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ সঞ্চালকালয়ের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতার অনুষ্ঠানে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী সহ বিশিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলন করে এবং পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিযোগিতার সূচনা করেন। এই প্রতিযোগিতায় ডিমা হাসাও, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি জেলার বিভিন্ন পর্যায়ের সাঁতার প্রতিযোগিরা অংশগ্রহণ করছেন।

শ্রীভূমিতে "খেল মহারণ ২.০"-এর আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত প্রদীপকুমার দ্বিবেদী, জেলা ক্রীড়া আধিকারিক ঝমলিরাণি বরুয়া, শ্রীভূমির পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, সহকারী আয়ুক্ত রংবামন তেরং, রূপক মজুমদার ও মানসপ্রতিম বংজং, স্কুল পরিদর্শক নিলমজ্যোতি দাস, জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিক এবং উপ পৌরপতি সুখেন্দু দাস। এই প্রতিযোগিতার মাধ্যমে স্থানীয় প্রতিভাবান সাঁতারুদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ করে দেওয়ার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।

শ্রীভূমিতে "খেল মহারণ ২.০"-এর আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন
শ্রীভূমিতে "খেল মহারণ ২.০"-এর আঞ্চলিক সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন

Author

Spread the News