কেন্দ্রীয় ভাণ্ডারের উদ্বোধন আসাম বিশ্ববিদ্যালয়ে

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : কেন্দ্রীয় কর্মী, গণ অভিযোগ ও পেনশন মন্ত্রকের অধীন ‘কেন্দ্রীয় ভাণ্ডার’ খোলা হল আসাম বিশ্ববিদ্যালয়ে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই খুচরো বিক্রয় কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্থ ও নিবন্ধক ড. প্রদোষ কিরণ নাথের উপস্থিতিতে ফিতে কেটে এই ভাণ্ডারের যাত্রা শুরু করেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ড. বিবেক ভার্মা।

প্রসঙ্গত, সরকারি কর্মচারী ও সাধারণ জনগণের কল্যাণে ১৯৬৩ সালে কেন্দ্রীয় ভাণ্ডার নামে এই প্রকল্প চালু করে কেন্দ্র সরকার। এই কেন্দ্রীয় ভাণ্ডারে ন্যায্য মূল্যে গ্রোসারি ও স্টেশনারি সামগ্রী পাওয়া যায়। বিশেষ করে ব্র‍্যান্ডেড বিভিন্ন সামগ্রীতে বিশেষ ছাড়েরও ব্যবস্থা রয়েছে।

কেন্দ্রীয় ভাণ্ডারের উদ্বোধন আসাম বিশ্ববিদ্যালয়ে

এদিন এই কেন্দ্রীয় ভাণ্ডারের উদ্বোধনের পর উপাচার্য অধ্যাপক পন্থ জানান, এই ভাণ্ডারের মাধ্যমে ছাত্র-শিক্ষক-শিক্ষাকর্মীরা সুলভ মূল্যে উন্নত মানের সামগ্রী কিনতে পারবেন। আগামীতে প্রয়োজনীয় ওষুধ ও সংশ্লিষ্ট জিনিসপত্রেরও ব্যবস্থা করা হলে সবাই উপকৃত হবেন বলেও আশা ব্যক্ত করেন তিনি। উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাচার্য জায়া ভাওনা পন্থ, বিত্ত আধিকারিক ড. শুভদীপ ধর, পরীক্ষা নিয়ন্ত্রক ড. সুপ্রবীর দত্তরায়, এস্টেটের সেকশন অফিসার সুব্রত সিনহা প্রমুখ।

কেন্দ্রীয় ভাণ্ডারের আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রের ইনচার্জ সঞ্জয় রায় জানিয়েছেন, প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত সাতটা পর্যন্ত ভাণ্ডার সর্বসাধারণের জন্য খোলা থাকবে। এতে বিভিন্ন কোম্পানির উন্নত মানের সামগ্রী পাওয়া যাবে। প্রতিটি সামগ্রীতেই ছাড়ের ব্যবস্থা রয়েছে। তিনি এও জানান, উদ্বোধন উপলক্ষে আগামী পনেরো দিন সামগ্রী ভিত্তিক সর্বোচ্চ ৩৫ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

Spread the News
error: Content is protected !!