শিবেরবন্দ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন
বরাক তরঙ্গ, ১৫ অক্টোবর : শিবেরবন্দ মডেল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের উদ্বোধন করলেন বিধায়ক মিহিরকান্তি সোম। বুধবার এ উপলক্ষে টিকলপার জিপি কার্যালয়ের কমিউনিটি হলে আয়োজিত সভায় প্রধান অতিথির ভাষণে বিগত কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেন মিহিরকান্তি। তিনি বলেন, এসব এলাকায় কংগ্রেস সরকার কোনও কাজ করতে পারেনি। বিজেপির সরকার আসার পর এবং আমি বিধায়ক নির্বাচিত হয়ে উন্নয়ন করতে সক্ষম হয়েছি।
এছাড়াও বক্তব্য রাখেন আইসিডিএস সুপারভাইজার শিল্পীরানি রায়, জেলা পরিষদ সদস্যা দীপ্তি শুক্লবৈদ্য, জিপি সভানেত্রী শঙ্করী বাগদি, এপি সদস্য পুলক শুক্লবৈদ্য ও উধারবন্দ মন্ডল বিজেপির সহ সভাপতি নির্মল কুমার রায় সহ অন্যান্যরা। সঞ্চালনা করেন সুপ্রিয় বড়াল। উপস্থিত ছিলেন মণ্ডল বিজেপির সদস্য যীশু দাস, কেন্দ্রের ভূমিদাতা কুঞ্জমনি কুর্মী, ধনঞ্জয় তেলি, আনন্দ বর্মন, সুমন কেওট, বিধান সরকার, বাবলু বর্মন সহ অনেকে।

