শিলচর ভোলাগিরি আশ্রমের নবনির্মিত সন্ত নিবাস নয়া ভবনের দ্বারোদ্ঘাটন

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ মার্চ : শিলচর রাঙ্গিরখাড়ি শ্রীশ্রী ভোলাগিরি আশ্রমের নবনির্মিত সন্ত নিবাস ভবনের দ্বারোদ্ঘাটন করেন বেনারস ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী মাধবানন্দ গিরি মহারাজ। সঙ্গে ছিলেন স্বামী অনঘানন্দ পুরী মহারাজ, স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ,শিলচর ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ প্রমুখ। সোমবার ভোর থেকে সন্ধ্যা অবদি চলে আশ্রমে সনাতন ধর্মীয় পূজার্চনা, রুদ্রাভিষেক সহ উপস্থিত শিষ্য-ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। আচার্য মাধবানন্দ গিরি মহারাজ বলেন, হিন্দুধর্মে  ভগবান শিবকে প্রায়শই একজন সাধু -সন্ন্যাসী হিসেবে চিহ্নিত করা হয়, যার অর্থ এমন কেউ যিনি জড়জগত ত্যাগ করেছেন এবং তপস্বী ও  আধ্যাত্মিক ভক্তির জীবনযাপন করেছেন। ভগবান শিবের সাধু হওয়ার কারণ হিন্দু পুরাণে কয়েকটি ভিন্ন গল্প এবং কিংবদন্তির মধ্যে নিহিত। গল্পের একটি সংস্করণ হল যে ভগবান শিব তাঁর স্ত্রী সতীর মৃত্যুর পর সাধু হয়েছিলেন। তার মৃত্যুতে বিধ্বস্ত ভগবান শিব তাঁর গৃহ ত্যাগ এবং পরিবার ত্যাগ করেছিলেন এবং একজন সন্ন্যাসী হয়েছিলেন, গভীর গভীর ধ্যান ও ভক্তিতে পৃথিবীতে বিচরণ করে ছিলেন।

স্বামী অনঘানন্দ পুরি মহারাজ বলেন, সনাতন ধর্মীয় মহাপুরুষেরা বলে থাকেন ‘দানে দূর্গতি খণ্ডন হয়’। দান করলে অর্থ শুদ্ধ হয়। অর্থ শুদ্ধ হলে অন্ন শুদ্ধ। সেই অন্ন সেবন করলে চিত্ত শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হলে ঈশ্বরের দর্শন হয়। ঈশ্বর দর্শন হলে সব দুঃখ, অনর্থ, বারবার জন্মগ্রহণ আর হয় না। কিন্তু বর্তমানে শুভ কাজে দানে রুচি কমে যাচ্ছে। কোন ব্যক্তি দান না করে যে মাত্রাতিরিক্ত ধন স্ত্রী পুত্র, পরিজনের জন্য সঞ্চিত করে কালে কালে দেখা সে ধন অনর্থের কারণ হয়ে দাঁড়ায়।ধর্ম, মানবতা, সংস্কৃতি, সমাজ রক্ষায় অর্থ ব্যয় না হলে তা অধর্ম, অপসংস্কৃতি, অমানবিক কাজে লাগবে।

ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি বলেন, আজকের দিনে শিলচর ভোলাগিরি আশ্রমেরের রুদ্রাভিষেকের মধ্য দিয়ে সন্ত নিবাসের নতুন ভবনের দ্বারোদ্ঘাটনের দিনটি হলো এই আশ্রমের সঙ্গে যুক্ত প্রত্যেক সাধু- সন্ত সহ ভক্তদের কাছে খুবই আনন্দের দিন। প্রত্যেক শুভ কর্মের  প্রারম্ভে মঙ্গলময় ভগবানকে আহ্বান করিয়া তাঁহার উপর কার্য্যভার অর্পণ করার জন্য শাস্ত্র নির্দেশ করিয়াছেন। অর্থাৎ ঐহিক বা পারিমান্ত্রিক যে কোনো কাজ মানুষ করিতে চায়, তাহার প্রত্যেকটিই ক্ষণিক বা চিরস্থায়ী সুখের জন্য। সেই কাজ যথা নিয়মে আরম্ভ না হইলে পূর্ণ হয় না এবং পূর্ণ না হলে সুখ লাভও হয় না।অন্যান্যদের মধ্যে সন্ত নিবাস শুভ উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে রুদ্রাভিষেকের পুরহিত ছিলেন পন্ডিত রাজু আরিয়ার সহ আরও অন্যান্যরা।

Author

Spread the News