শিলচরে গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন, চলছে নির্মাণ কাজ

‘গুটখা মুক্ত মেলা’ আয়োজন করার আহ্বান কান্নানের____

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলচরের ঐতিহ্যবাহী গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মঙ্গলবার পদ্মশ্রী ডাঃ রবি কান্নান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন। এরপর গান্ধিজীর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন আয়োজিত সভায় ‘গুটখা মুক্ত মেলা’ আয়োজন করার আহ্বান জানিয়ে জাতিরজনক মহাত্মা গান্ধীর স্মৃতিতে সঙ্গীত পরিবেশন করেন পদ্মশ্রী রবি কান্নান।

শিলচরে গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন, চলছে নির্মাণ কাজ

এছাড়াও সভায় উপস্থিত অতিথিরা গান্ধিজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী গান্ধীমেলা ও প্রদর্শনীর তাৎপর্য জনসমক্ষে তুলে ধরেন। এদিন ডিডিসি রাজীব রায়, দুলাল মিত্র, রফিক আহমেদ ও পার্থরঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শিলচরে গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন, চলছে নির্মাণ কাজ

এ দিকে, চিরাচরিত নিয়মেই মেলার উদ্বোধন হলেও মাঠে চলছে কাজ। শুরু হতে হয়তো আরও দশ পনেরো দিনের প্রয়োজন হবে। শ্রমিকরা দোকানঘর নির্মাণ কাজে ব্যস্ত রয়েছেন। এ বছরের গান্ধী মেলা ৭২ তম।

Author

Spread the News