শিলচরে গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন, চলছে নির্মাণ কাজ
‘গুটখা মুক্ত মেলা’ আয়োজন করার আহ্বান কান্নানের____
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জানুয়ারি : মহাত্মা গান্ধীর তিরোধান দিবসে অন্যান্য বছরের ন্যায় এবছরও শিলচরের ঐতিহ্যবাহী গান্ধীমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। মঙ্গলবার পদ্মশ্রী ডাঃ রবি কান্নান মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন। এরপর গান্ধিজীর প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এদিন আয়োজিত সভায় ‘গুটখা মুক্ত মেলা’ আয়োজন করার আহ্বান জানিয়ে জাতিরজনক মহাত্মা গান্ধীর স্মৃতিতে সঙ্গীত পরিবেশন করেন পদ্মশ্রী রবি কান্নান।
এছাড়াও সভায় উপস্থিত অতিথিরা গান্ধিজির জীবনের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি ঐতিহ্যবাহী গান্ধীমেলা ও প্রদর্শনীর তাৎপর্য জনসমক্ষে তুলে ধরেন। এদিন ডিডিসি রাজীব রায়, দুলাল মিত্র, রফিক আহমেদ ও পার্থরঞ্জন চক্রবর্তী সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
এ দিকে, চিরাচরিত নিয়মেই মেলার উদ্বোধন হলেও মাঠে চলছে কাজ। শুরু হতে হয়তো আরও দশ পনেরো দিনের প্রয়োজন হবে। শ্রমিকরা দোকানঘর নির্মাণ কাজে ব্যস্ত রয়েছেন। এ বছরের গান্ধী মেলা ৭২ তম।