কৃপার হয়ে জোর প্রচার কৃষ্ণেন্দুর, নাগ্রা বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ এপ্রিল : দলীয় প্রার্থী কৃপানাথ মালার হয়ে সংখ্যালঘু এলাকার জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল। রবিবার দলীয় নেতা ও কর্মকর্তাদের নিয়ে পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ব্লকের  সীমান্তঘেঁষা কটামণি ঝেরঝেরি নাগ্রা হাতাইয়ারবন্দ প্রভৃতি সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় প্রচার অভিযান চালান বিধায়ক। এদিন প্রথমে বিধায়ক নাগ্রা বাজারে উপস্থিতিত হয়ে বিজেপির একটি নির্বাচনী কার্যালয় উদ্বোদন করেন। এরপর এক সভায় অংশ নেন।

স্থানীয় তালুকদার সমাজের আয়োজিত এই সভায় বিভিন্ন বক্তারা দলীয় প্রার্থী কৃপানাথ মালার পালে হাওয়া তুলতে নিজ বক্ত‌ব্য পেশ করেন। বিধায়ক সভায় উপস্থিত জনগণকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, দেশে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদে আসীন হতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। তা শুধু সময়ের অপেক্ষা মাত্র।এবারের নির্বাচনে একটা নতুন পরিবর্তন এসেছে গোটা দেশব্যাপী মানুষ উপলব্ধি করতে পারছেন যে একমাত্র ভারতীয় জনতা পার্টি জাতপাত ও ধর্ম নিয়ে রাজনীতি করে না। প্রধানমন্ত্রীর একটাই মন্ত্র “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস”। তি‌নি বলেন, সবাইকে নিয়ে পৃথিবীর বুকে এক ভারত শ্রেষ্ঠ ভারত ও শক্তিশালী ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন। রাজ্যে আট বছর ধরে বিজেপি সরকার রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমানে উন্নয়নের জোয়ার বইছে প্রদেশের সর্বত্র। পাশাপা‌শি শান্তি ও প্রগতির পরিবেশ সৃষ্টি হয়েছে। বিধায়ক বিরোধী দল কংগ্রেসকে দিকে তির ছুঁড়ে বলেন তাঁদের আমলে শুধু জাত পাত ও ধর্মের রীতিনীতি ছিল।নির্বাচন এলে ছেলেধরার মত লোক বেরিয়ে আসেন কৌম বাঁচাতে। কিন্তু নির্বাচন উতরে গেলে জনগণ তাদের টিকির লাগাল পান না।

কৃপার হয়ে জোর প্রচার কৃষ্ণেন্দুর, নাগ্রা বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন
বক্তব্য রাখছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

কৃষ্ণেন্দু এও বলেন, ২০২১ বিধানসভা নির্বাচনে পাথারকান্দি কেন্দ্রের কংগ্রেস মনোনীত প্রার্থী বর্তমানে কোন দলে রয়েছেন বলে জনগণকে প্রশ্ন করেন।সেইসাথে একাংশ কংগ্রেস বিধায়ক আজকের দিনে কোথায় রয়েছেন বলে উপস্থিত লোকদের বলেন।তৎসঙ্গে সংখ্যালঘু জনগণকে সরাসরি বিজেপি করার আহ্বান জানান বিধায়ক কৃষ্ণেন্দু। পরিশেষে প্রান্তিক এই বিধানসভার উন্নয়নের খতিয়ান তোলে ধরেন। সভায় উপস্থিত তালুকদার সমাজের লোকেরা একত্রিত হয়ে বিজেপির ঝুলিতে ভোট প্রদানের জন্য অভিমত ব্যক্ত করেছেন।

কৃপার হয়ে জোর প্রচার কৃষ্ণেন্দুর, নাগ্রা বাজারে নির্বাচনী কার্যালয় উদ্বোধন
সভায় উপস্থিত জনগণের একাংশ।

এদিনের সভায় বিধায়কের সঙ্গে  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এতে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন লোয়াইরপোয়া ব্লক মণ্ডল বিজেপির সভাপ‌তি হৃষিকেশ নন্দী, জেলা কিষান মোর্চার সভাপতি অমিতাভ দে, ওবিসি মোর্চার আসাম প্রদেশ কমিটির সম্পাদক বিমল সিনহা, লোয়াইরপোয়া মণ্ডল কিষান মোর্চার সভাপতি স্বপন দাস প্রমুখ।

Author

Spread the News