শিলচরে ডিএসএ যোগ কেন্দ্র উদ্বোধন, নতুন অধ্যায়ের সূচনা
বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : শিলচরের ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন (ডিএসএ) স্বাস্থ্য ও সুস্থতার জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। প্রফুল্লচন্দ্র বণিক জিমনেসিয়ামে ডিএসএর নতুন যোগ কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে উচ্ছ্বাস এবং উদ্দীপনার মধ্য দিয়ে শিলচরের গণ্যমান্য ব্যক্তি, ফিটনেস প্রেমী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দিপায়ন চক্রবর্তী। তিনি যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরে বলেন, “যোগ কেবল শারীরিক ব্যায়াম নয়, এটি এক জীবনধারা, যা মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক সুস্থতার পথে নিয়ে যায়।” তিনি ডিএসএর এই উদ্যোগকে যুবসমাজ এবং বৃহত্তর সমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন।
প্রধান অতিথি, বিশিষ্ট প্রাক্তন বডি বিল্ডার ও ফিটনেস আইকন পঙ্কজ পুরকায়স্থ, ডিএসএর এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়ে বলেন, “এই যোগ কেন্দ্রটি সুস্থতার সন্ধানীদের জন্য এক আশার আলো হয়ে থাকবে। এমন উদ্যোগ জেলা ক্রীড়া ও ফিটনেস সংস্কৃতির ভবিষ্যত নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
প্রাক্তন ডিএসএ সভাপতি বাবুল হোড়ের বক্তব্যে উঠে আসে যোগব্যায়ামের বহুমুখী গুরুত্ব। তিনি বলেন, “যোগব্যায়াম ক্রীড়াবিদদের নমনীয়তা, সহনশীলতা এবং মানসিক মনোযোগ বাড়াতে সাহায্য করে। তরুণ ক্রীড়াবিদদের এটি তাদের দৈনন্দিন প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।”
ডিএসএর ফিজিক্যাল শাখার সচিব মিঠুন রায়, যোগ কেন্দ্র প্রতিষ্ঠায় সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই যোগ কেন্দ্র আমাদের সমাজে স্বাস্থ্য ও ফিটনেসকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রমাণ। আমরা আশা করি এটি সকল বয়সের মানুষকে যোগব্যায়ামের ইতিবাচক পরিবর্তনের অভিজ্ঞতা দিতে পারবে।”
অনুষ্ঠানে যোগব্যায়ামের ঐতিহ্যগত ভারতীয় শিকড় এবং বিশ্ব মঞ্চে এর গ্রহণযোগ্যতার কথা তুলে ধরা হয়। ২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে জাতিসংঘের মাধ্যমে ২১ জুনকে বিশ্ব যোগ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। শিলচরের ডিএসএ এই বিশ্বব্যাপী আন্দোলনকে গ্রহণ করে যোগকে বরাক উপত্যকার সংস্কৃতি ও শারীরিক উন্নয়নের সাথে যুক্ত করতে উদ্যোগী হয়েছে।
ডিএসএ সচিব অতনু ভট্টাচার্য জানান, ডিএসএর ফিজিক্যাল উইংয়ের সচিব মিঠুন রায়ের কর্মসূচি থেকেই এই যোগ কেন্দ্রের পরিকল্পনা আসে। পরিচালনা পর্ষদের অনুমোদন এবং সুশৃঙ্খল নিয়মাবলির মাধ্যমে এই কেন্দ্রটি দ্রুত বাস্তবায়িত হয়। প্রশিক্ষণার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে একটি নির্দিষ্ট ড্রেস কোড প্রবর্তন করা হয়েছে।
যোগ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম সপ্তাহে তিন দিন অনুষ্ঠিত হবে। রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবারের সেশনে অংশ নিতে পারবেন প্রশিক্ষণার্থীরা। রবিবার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি সেশন, আর মঙ্গলবার ও বৃহস্পতিবার সকালে ও সন্ধ্যায় দুটি করে মোট চারটি সেশন হবে। প্রবেশ ফি ১০০০ এবং মাসিক ফি ৫০০ নির্ধারিত করা হয়েছে। প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ প্রশিক্ষক চন্দন দেব।
উদ্বোধনী অনুষ্ঠানের শেষে আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই কেন্দ্রটি পরিদর্শন করেন অতিথিরা। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ শিলচরবাসীর মধ্যে স্বাস্থ্য সচেতনতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ডিএসএর যোগ কেন্দ্রের এই উদ্বোধন শিলচরের ক্রীড়া ও ফিটনেস সংস্কৃতির উন্নয়নের পথে একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি একটি স্বাস্থ্যসম্মত এবং সমৃদ্ধ ভবিষ্যতের জন্য পথ প্রদর্শন করবে।