মহা শিবরাত্রি : মতিনগরে ভুবনতীর্থ যাত্রী মেলার উদ্বোধন

দেবু দাশ, আমড়াঘাট।
বরাক তরঙ্গ, ৬ মার্চ : মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি। শিবরাত্রিকে কেন্দ্র করে ভুবনতীর্থে লক্ষ লক্ষ পূণ্যার্থীর সমাগম ঘটে। হেঁটে পাহাড়ের চূড়ায় উঠে পুজো দেন শিব ভক্তরা। আর লক্ষ লক্ষ ভক্তের উপস্থিততে পাহাড়ের উপরে ও নিচে দু’টি স্থানে মেলার আয়োজন করা হয়।বৃহস্পতিবার থেকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে শুরু হচ্ছে ভুবনমেলা।

বুধবার পাহাড়ের নিচে অর্থাৎ মতিনগরে ভুবনতীর্থ যাত্রী মেলার উদ্বোধন করা হয়। ফিতা কেটে মেলার উদ্বোধন করেন লক্ষীপুরের বিধায়ক কৌশিক রায়ের পক্ষে তাঁর প্রতিনিধি সঞ্জয়কুমার ঠাকুর ও ভুবনভ্যালি চা বাগানের জেনারেল ম্যানেজার এজি ভট্টাচার্য। উদ্বোধন উপলক্ষে মতিনগর বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মেলা কমিটির সম্পাদক জগতপ্রসাদ গোয়ালা, সঞ্জয় ঠাকুর ও লক্ষীপুর থানার ওসি কমল সিং। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মতিনগর বাজার কমিটির সম্পাদক মানিকলাল দে, সহসভাপতি অভিজিৎ ধর, বিজেপির বিন্নাকান্দি মণ্ডলের ভারপ্রাপ্ত সভাপতি কৃষণ রিকিয়াশন, শ্যামলাল তাঁতী, নেপাল ঘাটোয়ার, অমিত ভাউরি, করণ ঘাটোয়ার, নিল্টন রায়, পিঙ্কু পাল প্রমুখ।

মহা শিবরাত্রি : মতিনগরে ভুবনতীর্থ যাত্রী মেলার উদ্বোধন

এ দিনের সভায় ভুবনতীর্থের আদি রাস্তাটি যেন সংস্কার করা হয় সেদাবি ফের উঠে। বক্তব্যে সঞ্জয় ঠাকুর বলেন, প্রক্রিয়া মতো কাজ করতে গেলে কিছুটা সময় লাগবে। তিনি বিষয়টি বিধায়কের কাছে তুলে ধরবেন বলে আশ্বস্ত করেন।

এ দিকে, মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন মহা শিবরাত্রি। এদিন ভক্তি মনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনবাঞ্ছা পূরণ হয়। মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয়।
শুক্রবার পড়েছে মহাশিবরাত্রির তিথি।

মহা শিবরাত্রি : মতিনগরে ভুবনতীর্থ যাত্রী মেলার উদ্বোধন
বক্তব্য রাখছেন সঞ্জয় ঠাকুর।

চতুর্দশী তিথি শুরু হচ্ছে ৮ মার্চ রাত ৯টা ৫৭ মিনিটে। চতুর্দশী তিথি শেষ হচ্ছে পরদিন ৯ মার্চ সন্ধে ৬টা ১৭ মিনিটে। তবে শিবরাত্রি মূলত নিশিপালনের ব্রতপুজো। আর নিশিপালন করতে হলে করতে হবে শুক্রবারই। কেননা শুক্রের রাতেই থাকছে চতুর্দশী তিথি।

নিশিপুজোর সময় শুক্রবার রাত ১২টা ০৭ মিনিট থেকে ১২টা ৫৬ মিনিট। পরদিন শনিবার ব্রতের পারন। ওদিনও অনেকে সকালে শিবপুজো করা, শিবের মাথায় জল ঢালা বা উপোস করে ব্রত পালন করতেই পারেন। কিন্তু নিশিথমুহূর্ত সেদিন পাওয়া যাচ্ছে না।

Author

Spread the News