ঝরাগুলে অসমিয়া গামছা বুননের প্রশিক্ষন শিবিরের উদ্বোধন

বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : অসমিয়া  গামছা বুননের কুড়ি দিনের প্রশিক্ষন শিবিরের উদ্বোধন হল ঝরাগুলে। নাবার্ডের আর্থিক সহযোগিতায়  ওয়াইএস এর ব্যবস্থাপনায় সোমবার  সোনাই ব্লকের দক্ষিণ মোহনপুর  জিপি ঝরাগুল এলাকায় ২০ দিনের অসমিয়া গামোছা বুননের প্রশিক্ষন শিবিরের উদ্বোধন করা হয়। প্রদীপ প্রজ্জলন করে আনুষ্ঠানিক ভাবে  কর্মসুচির সূচনা করেন জেলা হ্যণ্ডলুম ও টেক্সটাইল বিভাগের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর এল হীরালাল সিংহ। সঙ্গে ছিলেন নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লিকমাবাম, লিড ব্যাঙ্কের ম্যানেজার দীনেশ কুমার গুপ্তা, সোনাই খণ্ড আধিকারিক  কার্য্যালয়ের বিপিএম কমরেশ দাস, ওয়াইএএস এর সম্পাদক এনজি নিলুকুমার সিংহ, দক্ষিন মোহনপুর জিপি সভাপতি নির্মলকুমার দাস ও সিন লেইমা উয়েভার প্রোডাকশন কো-অপারেটিভ সোসাইটির সম্পাদিকা সবিতা দেবী সহ অনেকে।

নাবার্ডের ডিডিএম রবিশঙ্কর লিকমাবাম উদ্বোধনী বক্তব্যে বলেন, গ্রামীন মহিলাদের আত্মনির্রশীল করে তুলতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন।  স্বনির্ভর মহিলা প্রকল্পের মাধ্যমে গ্রামের বেকার মহিলাদের স্বনির্রশীল করে তুলতে সরকার এসএইচজি ও মহিলা দলকে বিনা সুদে ঋনের ব্যবস্থা করে দিয়েছেন। যে কোন ও সরকারি ব্যাঙ্ক থেকে রেহাই মুল্যে  মহিলাদের ঋনের ব্যবস্থা করে দিয়েছেন।রাজ্যের ঘরোয়া মহিলাদের আত্মনির্ভরশীল করতে এবার রাজ্য সরকার আসামী গামোছা বুননের উপর সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। নাবার্ডের আর্থিক সহয়তায় এর আওতায় ঝরাগুলে ২০ দিনে প্রশিক্ষন শিবির শুরু হল। প্রশিক্ষন শেষে সংগঠনের মহিলাদের কাছে সুতা বিতরন করা হবে। তিনি জানান, বরাকে অসমিয়া গামোছার চাহিদা ও গুরুত্ব অপরিসীম। মহিলারা প্রশিক্ষন শেষে ঋন নিয়ে গামছা বুননের কাজ করে স্বনির্ভরশীল হওয়ার যথেষ্ট সুযোগ সুবিধা রয়েছে। নাবার্ডের ডিডিএম ম্যানেজার রবিশঙ্কর লিকামবাম বলেন, অর্থের কোন ও অভাব নেই। রেহাইমুল্যে সবাইকে ঋনের ব্যবস্থা করে দেওয়াা হবে।

ঝরাগুলে অসমিয়া গামছা বুননের প্রশিক্ষন শিবিরের উদ্বোধন

তিনি বলেন, মহিলার আত্মনির্ভরশীল হয়েে উঠলে দেশ ও জাতির উন্নতি ঘটবে। এ বিষয় নিয়ে সবিশেষ বক্তব্য রাখেন লিড ব্যাঙ্কের ম্যানেজার দীনেশ কুমার কুমার গুপ্তা। তিনি আশা প্রকাশ করে বলেন, সরকারি সহায়তায় গ্রামীন মহিলাদের জীবন জীবিকার পথ আরও সুগম হবে। জেলা হ্যান্ডলুম ও টেক্সটাইল বিভাগের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর এল হীরালাল সিংহ জানান, মৈরা পাইবি, মহিলা দল, এসএইচজি মহিলা গ্রুপের মহিলাদের বিনামুল্যে সুতা দেওয়া হবে। এই সুযোগ নিয়ে মহিলাদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়েছেন। স্বাগত বক্তব্যে ওয়াইএসওর সম্পাদক এনজি নীলুকুমার সিংহ মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রশিক্ষন শিবিরে শতাধিক মণিপুরি  মহিলা অংশ নেন।
প্রতিবেদক : নিপ্পু লস্কর, সোনাই।

Author

Spread the News