পাথারকান্দিতে গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালার সূচনা
_____সাংস্কৃতিক বিকাশে থিয়েটারকেই হাতিয়ার করার আহ্বান নাট্যকর্মী মণিদীপ দাসের____
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৭ জুলাই : পাথারকান্দিতে বৃহস্পতিবার থেকে শুরু হল এক গ্রীষ্মকালীন সাংস্কৃতিক কর্মশালা। থিয়েটারকে মাধ্যম করে পাথারকান্দির নাম ভারতের নানা প্রান্তে পৌঁছে দেওয়ার স্বপ্ন দেখালেন তিনি। পূর্ব সূচি অনুযায়ী এদিন অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায়, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংস্কৃতি পরিষদ প্রতাপগড় আঞ্চলিক কমিটির আয়োজনে, পাথারকান্দির হলি চিলড্রেন সিনিয়র সেকেন্ডারি স্কুলের অডিটোরিয়ামে আয়োজিত হল এই কর্মশালার উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের গামছা দিয়ে সম্মান জানান আয়োজকরা। পরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। নাট্যকর্মী মণিদীপ দাস বলেন, “হয়তো একদিন এখান থেকেই উঠে আসবে এমন কোনও প্রতিভা, যিনি এই এলাকার সাংস্কৃতিক ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবেন।” তিনি পনেরো দিনের এই কর্মশালায় তাঁর সর্বোচ্চটা দেওয়ার প্রতিশ্রুতি দেন।কর্মশালার মুখ্য সংযোজক নীতিশ সিংহ তাঁর বক্তব্যে কর্মশালার উদ্দেশ্য ও পাঠ্যসূচি সম্পর্কে বিশদে আলোকপাত করেন।

সোনাখিরা স্বামী বিবেকানন্দ কলেজের অধ্যাপক ও হলি চিলড্রেন স্কুলের প্রশাসক ময়নুল হক প্রশিক্ষণরত শিক্ষার্থীদের শিল্পের প্রতি আন্তরিকতা ও মনোযোগ ধরে রাখার পরামর্শ দেন। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিদ্ধার্থ শেখর পাল চৌধুরী পাথারকান্দির ঐতিহ্য ধরে রাখতে নতুন প্রজন্মকে সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান। অপর অতিথি শান্তিলাল সিনহা আশাবাদ ব্যক্ত করেন, এই কর্মশালার প্রশিক্ষণ ভবিষ্যতে অনেককে জেলা ও রাজ্য পর্যায়ে নেতৃত্ব দিতে সাহায্য করবে।

প্রবীণ শিক্ষাবিদ শ্যামাপদ দে বলেন, “নাচ, গান, নাটক শুধুমাত্র বিনোদন নয়, এটি শিক্ষারও একটি শক্তিশালী মাধ্যম।” অভিভাবকদের উদ্দেশ্যে তাঁর আহ্বান, সন্তানদের পাঠ্যবইয়ের পাশাপাশি সংস্কৃতির সাথেও যুক্ত রাখুন।নিখিল বিষ্ণুপ্রিয়া মনিপুরী মহাসভার প্রতাপগড় আঞ্চলিক কমিটির সভাপতি হরিনারায়ণ সিনহা তাঁর বক্তব্যে বলেন, অসম সরকারের বর্তমান উদ্যোগ বিভিন্ন ভাষাগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তুলছে। তিনি অতীতের স্মৃতি উসকে দিয়ে প্রয়াত সমীর জীবন সেনগুপ্ত প্রতিষ্ঠিত নাট্যসংস্থা ‘চতুরঙ্গ’-এর সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে আর্থিক সহায়তার দাবি জানান।

অনুষ্ঠানের শেষে, আমন্ত্রিত অতিথিরা প্রতিটি প্রশিক্ষণার্থীর গলায় পরিচয়পত্র পরিয়ে দিয়ে তাঁদের এই যাত্রার সূচনা করেন। এই কর্মশালায় নাট্য প্রশিক্ষণের পাশাপাশি সঙ্গীত প্রশিক্ষিকা সুজাতা সিনহা ও যোগব্যায়াম প্রশিক্ষক পঙ্কজ দেব প্রশিক্ষণ দেবেন। আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি পরিষদের সম্পাদক সঞ্জীব সিনহাও।উপস্থিত সবাইকে শুরু থেকে শেষ পর্যন্ত প্রাণবন্তভাবে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ এএস হোসেন আহমদ।