হাইলাকান্দিতে ছাত্রদের ইয়ুথ পার্লামেন্টে

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : পড়ুয়াদের মধ্যে সংসদীয় আচরণের কলা কৌশল রপ্ত করাতে হাইলাকান্দিতে বৃহস্পতিবার এক ইয়ুথ পার্লামেন্ট অনুষ্ঠিত হয়। হাইলাকান্দির এসএস কলেজে অনুষ্ঠিত এই ইয়ুথ পার্লামেন্টে জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীরা অংশ নেন। প্রতীকি এই ইয়ুথ পার্লামেন্টে দেশের রাষ্ট্রপতির ভূমিকা পালন করেন আসাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. দেবতোষ চক্রবর্তী। পাশাপাশি উপরাষ্ট্রপতির ভূমিকা পালন করেন লালা রুবেল কলেজের অধ্যাপক মিঠুন নাথ।

ইয়ুথ পার্লামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দেশের সংবিধানে থাকা সমতা, সাম্য, ইত্যাদি সংসদীয় আচরণ জীবনের প্রত্যেক ক্ষেত্রে মেনে চলার আবেদন জানিয়ে বক্তব্য পেশ করেন অ্যাসিস্টেন্ট কমিশনার জনানদি লাঙথাসা, ড. ইয়েগনশ্বর দেব ।শুরুতে বিদ্যালয় পরিদর্শক তাপস দত্ত জানান প্রশাসনের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানান। এতে জেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের ১৪৩ জন ছাত্রছাত্রী অংশ নেন।
উল্লেখ্য, হাইলাকান্দি জেলা প্রশাসন ও রাজ্যের সংসদীয় পরিক্রমা বিভাগের যৌথ উদ্যোগে এই ইয়ুথ পার্লামেন্ট বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

হাইলাকান্দিতে ছাত্রদের ইয়ুথ পার্লামেন্টে

Author

Spread the News