পাথানি চা-বাগানে লকআউট তুলে রবিবার থেকে কাজ শুরু করার সিদ্ধান্ত, শিলচরের বৈঠকে

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ মে : পাতারকান্দি পাথিনি চা বাগানের লকআউট নিয়ে শিলচরে সহকারী  শ্রম অধিকারিক কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন লেবার ইউনিয়ন অ্যাসিস্টেন্ট লেবার কমিশনার হেমন্ত কলিতা, করিমগঞ্জের এডিসি এ আর মজুমদার, বাগান পঞ্চায়েতের সদস্য ও অসম চা নিগমের অধ্যক্ষ ও বরাক চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাজদীপ গোয়াল ও বরাক চা শ্রমিক ইউনিয়নের সভাপতি কৃপানাথ মালা সহ অন্যান্যরা।

সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রাজদীপ গোয়ালা ও কৃপানাথ মালা জানান আজ অ্যাসিস্টেন্ট লেবার কমিশনার কার্যালয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পাতারকান্দি পাথিনি চা বাগানের লকআউট উঠিয়ে দেওয়া হবে এবং আগামীকাল থেকে চা বাগানে কাজ চলবে। সোমবার গত সপ্তাহের তলব দেওয়া  এবং ১৫ মে থেকে চা শ্রমিকরা ২২৮ টাকা করে নিম্নতম মজুরিতে কাজ করবেন। তাঁরা বলেন, চা শ্রমিকদের সমস্যার সমাধান করার লক্ষ্যে কাজ করে যাবে ইউনিয়ন।

পাথানি চা-বাগানে লকআউট তুলে রবিবার থেকে কাজ শুরু করার সিদ্ধান্ত, শিলচরের বৈঠকে

উল্লেখ্য, বৃহস্পতিবার চা বাগানকে লকআউট ঘোষণা ক‌রে গেটে নো‌টিশ টা‌ঙি‌য়ে রাতে গা ঢাকা দিয়েছে বাগান ম্যানেজার সহ কর্তপক্ষ। এ‌তে ব্যাপক সমস্যার সম্মুখীন হয়েছেন বাগান শ্রমি‌কেরা।

Author

Spread the News