মন্ত্রী কৃষ্ণেন্দুর উপস্থিতিতে  বাজারিছড়ায় ‘সক্রিয় কর্মী সম্মেলন’

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ জানুয়ারি : মীন পশু পাল ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের  বাজারিছড়া স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে সোমবার অনুষ্ঠিত হল দলীয় সক্রিয় কর্মকর্তা সম্মেলন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল দলীয় ভিতকে আরও শক্তিশালী করা। এ দিন দলের সক্রিয় কর্মীদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনায় সামিল হলেন কৃষ্ণেন্দু পাল। তিনি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন অসম সরকারের গৃহীত বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ সম্পর্কে কর্মীদের অবহিত করেন। পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মার জনমুখী কাজ ও প্রকল্পগুলির বিষয়েও বিশদ আলোচনা করেন মন্ত্রী।

মন্ত্রী কৃষ্ণেন্দুর উপস্থিতিতে  বাজারিছড়ায় 'সক্রিয় কর্মী সম্মেলন'

এদিনে সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক, লোয়াইরপোয়া মণ্ডল সভানেত্রী সম্পা চৌধুরী, পাথারকান্দি মণ্ডলের সভাপতি শশিবাবু সিনহা, রাজ্য বিজেপির সদস্য তথা প্রাক্তন মন্ডল সভাপতি ঋষিকেশ নন্দি, শ্রীভূমি জেলা তপসিল উন্নয়ন বোর্ডের অধ্যক্ষ কৃষ্ণ দাস, কিষান মোর্চার জেলা সভাপতি অমিতাভ দে প্রমুখ। সম্মেলনে সহস্রাধিক সদস্য সহ বরিষ্ঠ কর্মী অংশগ্রহণ করেন।দলের ঐক্য ও সম্প্রীতি আরও দৃঢ় করার উদ্দেশ্যে সম্মেলনের শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে সকল স্তরের কার্যকর্তারা অংশ নেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

মন্ত্রী কৃষ্ণেন্দুর উপস্থিতিতে  বাজারিছড়ায় 'সক্রিয় কর্মী সম্মেলন'
মন্ত্রী কৃষ্ণেন্দুর উপস্থিতিতে  বাজারিছড়ায় 'সক্রিয় কর্মী সম্মেলন'
Spread the News
error: Content is protected !!