ফের পুলিশি অভিযানে ১১জন চোর সহ দুই সোনারি গ্রেফতার শিলচরে, উদ্ধার বৃহৎ পরিমাণে সামগ্রী

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ এপ্রিল : শহর তথা শহরতলীর বিভিন্ন ওয়ার্ড ও গলিতে সংঘটিত নানা ধরনের চুরির ঘটনা সম্পর্কে জনগণ পুলিশসুপারকে অবগত করানোর পর, বুধবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে ১১জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাঁদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে জেলা পুলিশ। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানা চত্বরে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, জনগণের সম্পত্তি ও জীবনের সুরক্ষায় কাছাড় পুলিশ দায়বদ্ধ এবং জেলায় চোরের উপদ্রব রুখতে পুলিশ তৎপর রয়েছে। বুধবার পুলিশের অভিযানে সাগর দাস, কবির হোসেন, নীরোধ দাস, রাজু দাস, সৈফ আলি, ববি দাস, আব্দুল লস্কর, সঞ্জয় সিং, ওমকার মালি ও দ্বিবেন্দু দাস সহ মোট ৮জন চোরকে গ্রেফতার করে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালনোর পাশাপাশি তাঁদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে পুলিশ।

মোট ১১ জন চোরের মধ্যে দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। বাকি ৯ জনকে পুলিশ আদালতে পেশ করে কড়া আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশসুপার। এদিকে, ধৃতদের হেফাজতে রেখে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ চালনোর পর চোরেরা জানিয়েছে তাঁরা স্বর্ণালংকার চুরি করার পর স্থানীয় একটি বিশেষ সোনার দোকানে জমা করত। এবং সোনারী চুরি করা অলংকার গুলো সলিড হিসেবে তৈরী করে চোরদের দিলে তাঁরা সেটি বিক্রি করত। চোরদের স্বীকারোক্তি ও তাঁদের থেকে বিভিন্ন তথ্য পেয়ে পুলিশ দুই সোনারীকেও গ্রেফতার করেছে। এদিকে চুরি কাণ্ডের বিরুদ্ধে পুলিশের সফলতায় শহরবাসী কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে।

ফের পুলিশি অভিযানে ১১জন চোর সহ দুই সোনারি গ্রেফতার শিলচরে, উদ্ধার বৃহৎ পরিমাণে সামগ্রী

Author

Spread the News