ত্রিপুরার আর্ট সোসাইটির অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, পাথারকান্দি। 
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : পড়াশুনার পাশাপাশি পড়ুয়াদের সৃজনশীল ভাবনা জাগ্রত করতে ত্রিপুরা আর্ট সোসাইটির উদ্দ্যোগে ও পাথারকান্দি আর্ট স্কুলের ব্যবস্থাপনায় অঙ্কন প্রতিযোগিতায় রবিবার ব্যাপক সাড়া পড়ল পাথারকান্দিতে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল এগারোটায় স্থানীয় রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে প্রতিযোগিতামূলক এই অংকন শিল্পকলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিরা। এতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রায় শতাধিকের ও অধিক অংকন শিল্পীরা এই প্রতিযোগিতায় স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রায় ঘন্টা তিনেক বিভিন্ন বয়সী শিল্পীরা তাঁদের কোমল হাতের পরশে রং তুলিতে নিজের সৃজনশীল শিল্প স্বত্তাকে উপস্থাপন করে।

এনিয়ে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রবীণ বিশিষ্ট ভাষা সংগ্রামী হরেন্দ্র দাস, সাউথ পয়েন্ট ইংলিশ স্কুলের অধ্যক্ষ মিলন সিনহা, সামাজিক সংগঠন চতুরঙ্গের পক্ষে সুরজিৎ সেন ও অভিভাবকদের পক্ষ থেকে দেবজ্যোতি রুদ্র পালকে অতিথি হিসেবে মঞ্চে ডেকে এনে আয়োজকদের পক্ষ থেকে বরণ করা হয়। দেওয়া হয় স্মারক সম্মানও । পরে উপস্থিত প্রত্যেকেই ত্রিপুরার আর্ট সোসাইটির এহন উদ্দ্যোগকে সাধুবাদ জানান। বলেন, বর্হিরাজ্য থেকে আগত এই সোসাইটি এতঞ্চলের চিত্র শিল্পীদের যে এধরণের মঞ্চ তৈরি করে দিয়েছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। তারা প্রত্যেককেই আগামীদিনে ও এধরণের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এতঞ্চলের শিল্পীদের লুপ্ত প্রতিভাকে জাগ্রত করার আহ্বান জানান। পরে গত ২০২৪ সালের ১৫ ই আগষ্ট মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পাথারকান্দি আট সোসাইটির ব্যবস্থাপনায় পৃথক আরেকটি অঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অঙ্গ হিসেবে মোট পঞ্চাশ জন বিজয়ী প্রতিযোগীদের হাতে অতিথিদের মাধ্যমে একটি করে শংসাপত্র ও স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়।

ত্রিপুরার আর্ট সোসাইটির অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাথারকান্দিতে

এরা হল তনুশ্রী দাস, তুষার রুদ্র পাল, রাজস্মিতা দাস, রনো মুথিম, তৃষিত দাস, তানিয়া রায়, শ্রেয়স সিনহা, মিহির চক্রবর্তী, রিহানশি সিনহা, অঙ্কিত দাস, জয় দেবনাথ, স্বর্ণালী চক্রবর্তী, সৌম্যজিত চক্রবর্তী, তন্ময় দেবনাথ, অন্বেষা দে, রিম্পি সিনহা, লিনা সিনহা, বিদ্যাশ্রী সিনহা, রিতিকা পাল, শুভজিৎ কর, বিরাট দেব, সৌম্যজিৎ দত্ত, অনুরাগ দেবনাথ, অভিরূপ দাস, নন্দিনী দেবনাথ, দীপালি দত্ত, রিসভ কানু, বিরেশ্বরজ্যোতি দাস, পরিনিতা চক্রবর্তী, রজত শুভ্র পাল, মইরাক্ষি দে, শুভ মালাকার, মধুরিমা সাহা, ঋত্বিকা সিনহা, সপ্তম দাস, তাহির আহমদ, রাজবীর দেবনাথ, ত্রিবেণী শীল, রাজ সিনহা, অংশিখা দাশগুপ্ত, শর্মিতা সিনহা, সোনিয়া মুখার্জি, প্রশান্ত সিনহা, এনামুল হোসেন, অভিষেক দেবনাথ, উজ্জ্বয়নী দেব, প্রতীক সাহা, প্রান্তিক ভট্টাচার্য, নবনীতা দাস, মানবী রায়, সায়ন্তিকা দাস, নিধি সিনহা ও দিবিংসা সরকার।

ত্রিপুরার আর্ট সোসাইটির অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাথারকান্দিতে

এদিন ত্রিপুরা আর্ট সোসাইটির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর্ট শিক্ষক সম্রাট ভট্টচার্য, জুলি দাস, জয়া রায়, অমিত দেবনাথ, লক্ষণ পাল, রতন সিনহা, শ্রেয়া ভট্টচার্য প্রমুখ।

ত্রিপুরার আর্ট সোসাইটির অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাথারকান্দিতে
ত্রিপুরার আর্ট সোসাইটির অঙ্কন প্রতিযোগিতায় ব্যাপক সাড়া পাথারকান্দিতে

Author

Spread the News