জলমিত্রদের আন্দোলনে পানীয়জলের হাহাকার পাথারকান্দিতে

জলমিত্রদের আন্দোলনে পানীয়জলের হাহাকার পাথারকান্দিতে

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : বিশ্বনাথ চারিয়ালির পানীয়জল প্রকল্পের অধীন জলমিত্র সঞ্জীব কর্মীর আত্মহত্যার ঘটনায় ক্ষুব্ধ জলমিত্ররা তিনদিনব্যাপী পানীয়জল পরিষেবা বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন। এতে বরাকের বিভিন্ন অঞ্চলে পানীয়জলের হাহাকার সৃষ্টি হয়েছে। একইভাবে তীব্র সংকটে পড়েছেন পাথারকান্দি ও তার আশপাশের বাসিন্দারা। জনস্বাস্থ্য কারিগরি বিভাগের অধীন জলমিত্রদের লাগাতার আন্দোলনের ফলে গত তিনদিন ধরে জল সরবরাহ ব্যাহত হচ্ছে। এর ফলে স্থানীয়দের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

পাথারকান্দির বেশ কয়েকটি প্রকল্পে জল সরবরাহ বন্ধ রয়েছে। যদিও ২নং পাথারকান্দি পানীয়জল প্রকল্পের অধীন ব্যস্ততম বাজার এলাকার প্রকল্পটিতে স্থায়ী কর্মীদের মাধ্যমে কিছুটা জল সরবরাহ করা সম্ভব হয়েছে, তবে থানা সংলগ্ন পুরাতন কালীবাড়ির প্রকল্পটি পুরোপুরি বন্ধ ছিল মঙ্গল ও বুধবার।এতে পানীয়জল গ্রাহকদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। থানা, ডাকবাংলো, সার্কল অফিসারের কার্যালয়, এমনকি হাসপাতালও জল সংকটে পড়েছে। অভিযোগ উঠেছে, সংশ্লিষ্ট পানীয়জল সরবরাহ প্রকল্প পরিচালন কমিটি বিষয়টিতে সম্পূর্ণ উদাসীন। বৃহস্পতিবার সকালে বিভাগীয় স্থায়ী কর্মীদের মাধ্যমে কিছুক্ষণের জন্য জল সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল ছিল বলে অভিযোগ স্থানীয়দের। জানা গেছে, রাজ্যজুড়ে জলমিত্ররা তাঁদের ন্যায্য দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর মধ্যেই সঞ্জীব কর্মীর আত্মহত্যার ঘটনার দায় রাজ্য সরকারের ওপর চাপিয়ে জলমিত্র সংগঠনগুলো আরও জোরালো দাবি জানাচ্ছে।

জলমিত্রদের আন্দোলনে পানীয়জলের হাহাকার পাথারকান্দিতে

Author

Spread the News