নিজ কন্যাসন্তানকে বাজারে রেখে নিরুদ্দেশ বাবা! চাঞ্চল্য ধর্মনগরে

বরাক তরঙ্গ, ২০ সেপ্টেম্বর : উত্তর ত্রিপুরার ধর্মনগর শহর যেন স্তম্ভিত। শহরের অন্যতম ব্যস্ততম এলাকা নেতাজি মূর্তির সামনে শুক্রবার ঘটে গেল এক অভূতপূর্ব ও হৃদয়বিদারক ঘটনা। এক বাবা তার নাবালিকা কন্যা সন্তানকে বাজারে নিয়ে এসে হঠাৎ করেই রাস্তায় ফেলে রেখে নিরুদ্দেশ হয়ে যান। এমন কাণ্ড প্রকাশ্য আসতেই মুহূর্তের মধ্যে ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা শহর এলাকায়।

স্থানীয় অস্থায়ী ব্যবসায়ীরা জানান, সকাল থেকে ওই নাবালিকাকে তারা এলাকায় একা একা ঘুরতে দেখেন। সে কখনও ফুঁপিয়ে কাঁদছিল, কখনও বা পথচারীদের দিকে অসহায় দৃষ্টিতে তাকাচ্ছিল। মেয়েটির এমন করুণ অবস্থায় সহানুভূতিশীল ব্যবসায়ীরা এগিয়ে এসে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কথোপকথনের সূত্রে জানা যায়, তার বাড়ি ধর্মনগর মহকুমার উত্তর হুরুয়ায়। সে তার বাবার সঙ্গে বাজারে এসেছিল, কিন্তু বাজারের ভিড়ে বাবা তাকে রেখে চলে যান। এরপর থেকে আর কোনও খোঁজ মেলেনি।

দিন বাড়তে থাকে, সন্ধ্যা নেমে এলেও বাবার দেখা না মেলায় মেয়েটির কান্না আরও বেড়ে যায়। এ অবস্থায় স্থানীয় সমাজসেবী নারায়ণ ভৌমিক খবর দেন ধর্মনগর থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ধর্মনগর মহিলা থানার পুলিশ। তারা মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং তার নিরাপত্তার ব্যবস্থা করে।

জানা গেছে, এ খবর সংগ্রহ পর্যন্ত ওই নাবালিকা শিশুটির বাবার কোনও সন্ধান পাওয়া যায়নি। কেন তিনি এমন অমানবিক কাজ করলেন, তার নেপথ্যের রহস্য সম্পর্কেও কিছুই জানা যায়নি। তবে বিষয়টি গভীরভাবে তদন্ত করছে পুলিশ।

Spread the News
error: Content is protected !!