রাজনৈতিক দলের তালিকায় কাটছাঁট, বিহারের ১৭টি, বাংলার ৭টি পার্টিকে বাদ দিল নির্বাচন কমিশন

১০ আগস্ট : রাজনৈতিক দল হিসেবে নাম নথিভুক্ত ছিল। কিন্তু রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। দেশের এমন ৩৩৪টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দিল জাতীয় নির্বাচন কমিশন। বলা হয়েছে, ২০১৯ সালে থেকে গত ছ’বছরে একটি নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতার শর্তপূরণ করতে পারেনি ওই দলগুলি।

তাই তাদের নথিভুক্তি বাতিল করা হল। (Election Commission Delists Parties)

যে ৩৩৪টি রাজনৈতিক দলকে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, দেশের কোথাও তাদের দলীয় কার্যালয় থাকা চলবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ৩৩৪টি দলকে Registered Unrecognised Political Parties (RUPP) বলে উল্লেখ করা হয়েছে। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলি। (Election Commission)

নির্বাচন কমিশন যে ৩৩৪টি দলকে তালিকা থেকে বাদ দিয়েছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের সাতটি দলও রয়েছে, ১) অল ইন্ডিয়া তফসিলি ইউনিইটেড পার্টি, ২) বঞ্চিত স্বরাজ পার্টি, ৩) বাংলা বিকাশবাদী কংগ্রেস, ৪) ভারতীয় নিউ ডেমোক্র্যাটিক পার্টি, ৫) ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট পার্টি (প্রবোধ চন্দ্র), ৬) ইন্ডিয়ান ডেমোক্র্যাটিক কংগ্রেস, ৭) ইন্ডিয়ান পিপল’স ফরওয়ার্ড ব্লক। ভোটমুখী বিহারের ১৭টি রাজনৈতিক দলের নাম বাদ গিয়েছে তালিকা থেকে, ১) ভারতীয় ব্যাকওয়ার্ড পার্টি, ২) ভারতীয় সুরাজ দল, ৩) ভারতী যুব পার্টি (ডেমোক্র্যাটিক), ৪) ভারতীয় জনতন্ত্র সনাতন দল, ৫) বিহার জনতা পার্টি, ৬) দেশি কিসান পার্টি, ৭) গাঁধী প্রকাশ পার্টি, ৮) হমদর্দি জনরক্ষক সমাজবাদী বিকাশ পার্টি (জনসেবক), ৯) ক্রান্তিকারী সাম্যবাদী পার্টি, ১০) ক্রান্তিকারী বিকাশ দল, ১১) লোক আওয়াজ দল, ১২) লোকতান্ত্রিক সমতা দল, ১৩) ন্যাশনাল জনতা পার্টি (ইন্ডিয়ান), ১৪) রাষ্ট্রবাদী জন কংগ্রেস, ১৫) রাষ্ট্রবাদী সর্বোদয় পার্টি, ১৬) সর্বজন কল্যাণ লোকতান্ত্রিক পার্টি, ১৭) ব্যবসায়ী কিসান অল্পসংখ্যক মোর্চা।

আর যে যে দলের নাম বাদ গেল, তার পূর্ণাঙ্গ তালিকা রয়েছে কমিশনের ওয়েবসাইটে- https://www.eci.gov.in/list-of-political-parties.

রাজনৈতিক দলের স্বীকৃতি না পেলেও, নির্বাচন কমিশনের তালিকায় মোট নথিভুক্ত দলের সংখ্যা ছিল ২৮৫৪। ৩৩৪টি দলকে বাদ দেওয়ায় সেই সংখ্যা কমে ২৫২০ হল। এই মুহূর্তে দেশে ছয়টি সর্বভারতীয় রাজনৈতিক দল রয়েছে, আঞ্চলিক দলের সংখ্যা ৬৭টি।

Spread the News
error: Content is protected !!