দিল্লিতে প্রবল বর্ষণে বিপত্তি, মন্দিরের দেওয়াল ধসে মৃত্যু দুই শিশু-সহ ৮ জনের

৯ আগস্ট : দক্ষিণ-পূর্ব দিল্লিতে রাতভর ভারী বৃষ্টির জেরে ভয়াবহ দুর্ঘটনা। একটি পুরনো মন্দিরের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে দুই শিশু-সহ মোট আট জনের। শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ শনিবার সকাল পর্যন্ত অব্যাহত ছিল। সেই সময়ই মন্দির সংলগ্ন একটি ঝুপড়ির উপর ভেঙে পড়ে দেওয়াল।

পুলিশ সূত্রে জানা গেছে, ভেঙে পড়া দেওয়ালের নিচে আট জন চাপা পড়ে গুরুতর জখম হন। তাঁদের দ্রুত উদ্ধার করে সফদরজং হাসপাতাল এবং এইমসে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সাত জনের মৃত্যু হয়, পরে হাসপাতালে আরও এক জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে রয়েছেন দুই মহিলা ও দুই শিশু, যাদের বয়স যথাক্রমে ছয় এবং সাত বছর।

হাসিবুল নামে আর একজন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সাম্প্রতিক খবর অনুযায়ী তাঁরও মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পুরুষরা হলেন শাবিবুল (৩০), রবিবুল (৩০) মুত্তু আলি (৪৫)। মহিলাদের মধ্যে রয়েছে রুবিনা (২৫) এবং ডলি (২৫)। ৬ বছর বয়সী রুকসানা এবং ৭ বছর বয়সী হাসিনা নামে দুই শিশুকন্যারও মৃত্যু হয়েছে মর্মান্তিক দুর্ঘটনায়।

Spread the News
error: Content is protected !!