ভিজিল্যান্স দলের হাতে গ্রেফতারস্টেট জিএসটি অতিরিক্ত আয়ুক্ত সাদুল্লা
বরাক তরঙ্গ, ২৭ আগস্ট : বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স শাকিল সাদুল্লাকে আটক করে। সারাদিনের জিজ্ঞাসাবাদের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
তল্লাশির সময় ভিজিল্যান্স দলটি বিভিন্ন ব্যাংকের ১৫টি ব্যাংক অ্যাকাউন্টের পাসবই, জমি-সম্পত্তির কাগজপত্র, গৃহস্থালী সামগ্রী ও ফার্নিচার বাজেয়াপ্ত করে। পাশাপাশি সাদুল্লার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অনুপ মরের বাড়িতেও তল্লাশি চালিয়ে সাদুল্লার সম্পত্তির সঙ্গে সম্পর্কিত নথি পরীক্ষা করা হয়।
বুধবার সকালে গুয়াহাটি লক্ষ্মীনগরে রাজ্য সরকারের কর ভবনের অতিরিক্ত আয়ুক্ত (স্টেট জিএসটি) শাকিল সাদুল্লার কথিত গোপন সম্পত্তি লক্ষ্য করে মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স বড়সড় অভিযান শুরু করে। সকাল ৮টা থেকে একাধিক স্থানে একযোগে অভিযান চলতে থাকে।
বৃহৎ দলটি হাতিগাঁওস্থিত শুভম এনক্লেভের এ ব্লকের তৃতীয় তলায় সাদুল্লার বাড়িতে তল্লাশি চালায়। একইসঙ্গে বিনায়ক পথের ২১ নম্বর বাড়িতেও অভিযান চালিয়ে বিপুল সম্পত্তি ও ফার্নিচার উদ্ধার করা হয়।
সূত্রের তথ্যমতে, লক্ষ্যবস্তু সম্পত্তির মধ্যে গুয়াহাটি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়াও জমি ও আবাসিক স্থাপনা অন্তর্ভুক্ত। এছাড়া “রেইনবো” নামে একটি পার্লার ও একটি নার্সারিও এই ঘটনার সঙ্গে জড়িত বলে তথ্য প্রকাশ পেয়েছে।