পূর্ত সড়কে বিশাল কুয়ো, দুর্ঘটনার আশঙ্কায়

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৯ জুন : পূর্ত সড়কে কুয়ো তৈরি হয়েছে। দেখলে চোখ কপালে উঠার উপক্রম। এ যেন একেবারে মরণফাঁদ। কোন অতিরঞ্জিত বিষয় নয়। বাস্তবে সড়কজুড়ে একেবারে বিশাল আকার এবং প্রায় ত্রিশ ফুট গভীরতা থাকা কুয়ো। দুর্ঘটনা ঘটার আশঙ্কায় বাঁশের বেড়া দিয়ে সড়ক বন্ধ করে রেখেছেন স্থানীয় মানুষ। স্থানীয় মানুষের বিনম্র আবদারে জলসম্পদ বিভাগের পক্ষ থেকে পাশেই চলাচলের জন্য বাঁশের সাঁকো তৈরি করা হয়েছে। এই লোমহর্ষক দৃশ্য রয়েছে লক্ষীপুর বিধানসভা এলাকার অধীন রূপাইবালি জিপির রূপাইবালি হাজারিগ্রাম থেকে হাতিরহাড় শেখ পাড়া যাওয়ার পূর্ত সড়কে। গত সপ্তাহের বন‍্যার সময়ে বরাক নদীর জল চুষে গিয়ে পূর্ত সড়কে কুয়োর সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। এই এলাকা বর্তমানে সোনাই বিধানসভায় অন্তর্ভুক্ত হয়েছে। রূপাইবালি হয়ে হাতিরহাড় শেখ পাড়া যাওয়ার পূর্ত সড়কের এই দৃশ্য দেখলে যেকোন ব‍্যক্তি আতকে উঠবেন। সামান্য আনমনা হলেই ঘটে যাবে বড় ধরনের অঘটন।                 

সম্প্রতি বন‍্যার সময় এই কুয়োর সৃষ্টি হয়েছে পূর্ত সড়কে। দু’বছর পূর্বে এই সড়কটি সিসি ব্লক দিয়ে তৈরি করা হয়েছে। সিসি ব্লক দিয়ে সড়ক তৈরি করার সময় এখানে একটি কালভার্ট ছিল। সেই কালভার্টের কোন কাজ না করেই উপরে মাটির প্রলেপ দিয়ে সড়ক নির্মাণ করে যান ঠিকাদার।যারফলে এবারের বন‍্যার জল প্রবেশ করে সড়ক জুড়ে বিশাল আকারের কুয়ো তৈরি হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় জনগণ। পূর্ত বিভাগের ঠিকাদারের দুর্নীতির কারনে সড়কের ভয়ানক রূপ হয়েছে। এবার সাধারণ মানুষ চলাচলের জন্য জলসম্পদ বিভাগের পক্ষ থেকে বাশের সাকো তৈরি করা হয়েছে।     

পূর্ত সড়কে বিশাল কুয়ো, দুর্ঘটনার আশঙ্কায়
Spread the News
error: Content is protected !!