নিজ কেন্দ্রে বিক্ষোভের মুখে মন্ত্রী সিদ্দিকুল্লা, গাড়িতে ভাঙচুর, কালো পতাকা
৩ জুলাই : নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। মন্ত্রীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, কালো পতাকা দেখানো, ‘গো ব্যাক’ স্লোগান তোলারও অভিযোগ ওঠে।। গাড়িতে লাঠিচার্জ। ছোড়া হল জলও। এ দিন সকালের এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিক্ষোভরত তৃণমূল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে পুলিশের। দলীয় কর্মীদের একাংশের এহেন আচরণে ক্ষুব্ধ গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লা চৌধুরী। বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে জানাচ্ছেন তিনি।
মন্ত্রীর অভিযোগ, মন্তেশ্বরের পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্ব এই বিক্ষোভ হচ্ছে। মন্ত্রীর এও দাবি, তাঁকে খুনের চেষ্টা হয়েছে। তাঁর গাড়িতে থাকা ছ’জন জখম হয়েছেন। তাঁরও হাতে চোট লেগেছে বলে দাবি করেছেন মন্ত্রী। এ বিষয়ে আহমেদের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মন্ত্রী। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানিয়েছেন তিনি।
