ভাগায় ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত স্কুল পড়ুয়া

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ২২ সেপ্টেম্বর : ৩০৬ নম্বর জাতীয় সড়কের ভাগাবাজার নিউমার্কেটে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে দশম শ্রেণির এক ছাত্র। সড়ক নির্মাণ সংস্থা জন্ডু ইনফ্রাস্ট্রাকচার এইচআর ৩৯ডি ৭২৯১ নম্বরের একটি ডাম্পার গাড়ির ধাক্কায় ১৫ বছর বয়সী ছাত্র সাকিবুল হাসান বড়ভূইয়া গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাম বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক স্কুলের ছাত্র সাকিবুলকে উল্টো দিক থেকে আসা ডাম্পার গাড়িটি সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর সাকিবুল রাস্তায় লুটিয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় সেখানকার চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। বর্তমানে সাকিবুল আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে  চিকিৎসাধীন। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পার গাড়িটি আটক করে।

Spread the News
error: Content is protected !!