আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন নিলামবাজারের জেলা ডি-অ্যাডিকশন সেন্টারে

বরাক তরঙ্গ, ২৭ জুন : সমগ্ৰ বিশ্বের সঙ্গে-সঙ্গতি বৃহস্পতিবার রেখে শ্রীভূমি জেলার নিলামবাজার স্থিত ভারত সরকারের ক্ষমতা ও ন্যায় মন্ত্রণালয়ের অধীনে থাকা উদিচী সংস্থার দ্বারা পরিচালিত জেলা ডি-অ্যাডিকশন সেন্টারে সারাদিন ব্যাপী নানান কার্যসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালন করা হয়। এদিন শ্রীভূমি জেলার সমাজ কল্যাণ বিভাগ ও জেলা ডি-এডিকশন সেন্টারের যৌথ উদ্যোগে নেশা সেবনের কু-প্রভাবের বিরুদ্ধে এক আলোচনা সভার আয়োজন করা হয়।এরসঙ্গে সারাদিন ব্যাপী উক্ত সেন্টারে চিকিৎসারত নেশাসক্তদের মধ্যে বিভিন্ন ধরনের ইনডোর গেমসের আয়োজন করা হয় এবং সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে প্রাইজ বিতরণ করা হয়।

আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন নিলামবাজারের জেলা ডি-অ্যাডিকশন সেন্টারে

বক্তব্যে সেন্টারের পক্ষ থেকে সেন্টার ইনচার্জ অপু দেবনাথ বলেন, মানবসভ্যতার প্রতি মারাত্মক হুমকি সৃষ্টিকারী দেশের অন্যতম অভিশাপ মাদকাসক্তি। মাদকদ্রব্যের নেশার ছোবল এমনই ভয়ানক যে তা ব্যক্তিকে পরিবার, সমাজ, দেশ থেকেই বিচ্ছিন্ন করে না; তা সমগ্র জীবন ধ্বংস করে দেয়। মাদক কেবল সমাজ, জাতি ও রাষ্ট্রেরই ক্ষতি করে না; সভ্যতা ও সংস্কৃতিকেও বিপন্ন করে।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত সমাজ কল্যাণ বিভাগের পক্ষ থেকে ঈশিতা দাস, চয়ন দেব এবং সুপ্রাকান্দি জিপির সদস্যা সাগরিকা রায়, সমাজসেবী রঞ্জিত রায়, মিঠুন রায়, দেবজিত নমশূদ্র, প্রজেক্ট কোডিনেটর তাহিরা আহমেদ তাপাদার, প্রিয়াঙ্কা দেব, সোমা বিশ্বাস, শাহাদত হোসেন প্রমুখ।

Spread the News
error: Content is protected !!