গভীর রাতে বনদপ্তরের রুদ্ধশ্বাস অভিযান, অমরপুরে অবৈধ কাঠ বোঝাই ট্রাক আটক
যশপাল সিং, আগরতলা।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : অমরপুরে বনদস্যুদের বিরুদ্ধে এক বড়সড় সাফল্য পেল বনদপ্তর। গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার অবৈধ কাঠ বোঝাই একটি ম্যাক্সি ট্রাক আটক করেছেন বনকর্মীরা। বনদপ্তরের ফরেস্ট প্রোটেকশন অফিসার প্রণজিৎ দেবনাথের নেতৃত্বে বুধবার গভীর রাতে এই রুদ্ধশ্বাস অভিযানটি চালানো হয়। বনদপ্তরের কাছে খবর ছিল, প্রতিদিন রাতে চেলাগাং বনভূমি থেকে বহু মূল্যবান গাছ কেটে পাচারকারীরা শান্তির বাজারের দিকে নিয়ে যায়। সেই তথ্যের ভিত্তিতেই বনকর্মীরা অমরপুর-শান্তিরবাজার সড়কের বড়মাটিলা এলাকায় ওত পেতেছিলেন।
গভীর রাতে অবৈধ কাঠ বোঝাই TRO3J1826 নম্বরের ম্যাক্সি ট্রাকটি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বনকর্মীরা সেটিকে আটক করে। গাড়িটিকে আটক করে থাকছড়া ক্যাম্পে নিয়ে আসা হয়।
অফিসার প্রণজিৎ দেবনাথ জানান, “আমাদের কাছে নিয়মিত খবর আসছিল যে এই রুটে মূল্যবান গাছ পাচার হচ্ছে। সেই মোতাবেকই আমরা অভিযান চালাই এবং গাড়িটি আটক করতে সক্ষম হই।” তিনি আরও জানান, গাড়িতে থাকা অবৈধ কাঠগুলির বাজারমূল্য আনুমানিক দেড় থেকে দুই লক্ষ টাকা হবে। এই ঘটনায় বনদপ্তর একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।