কাছাড় পুলিশের রোডমার্চ শহরে
বরাক তরঙ্গ, ৩ আগস্ট : ১৫ই আগস্টকে সামনে রেখে শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতোর নেতৃত্বে কাছাড় পুলিশের রোডমার্চ বের করা হয় শিলচর শহরে। সদর থানা থেকে রোডমার্চ বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর থানায় এসে সমাপ্ত হয়।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাতো জানান, রোডমার্চটি বের করার মূল উদ্দেশ্য হল স্বাধীনতা দিবসের দিনে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শিলচর শহরে।