আজ বরাকে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে

বরাক তরঙ্গ, ২৬ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনের প্রচার চালাতে শনিবার বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী শনিবার হাইলাকান্দি জেলার আয়নাখাল, শ্রীভূমির নিলামবাজার ও কাছাড় জেলার হাতিছড়ার মাঠে তিনটি নির্বাচনী সভায় যোগ দেবেন।

বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা শ্রীভূমি জেলার নিলামবাজারে। এরপর হাইলাকান্দি জেলার আয়নাখালের সভা শুরু হওয়ার কথা দুপুর ১২টায়। কাছাড়ের হাতিছড়ার সভা শুরু হবে দুপুর ১টায়। মন্ত্রী রায় জানান, শনিবার সকালে মুখ্যমন্ত্রী বিমানে শিলচর (কুম্ভীরগ্রাম) বিমানবন্দরে অবতরণের পর হেলিকপ্টারে যাবেন নিলামবাজারে। সেখানে সভা সেরে হেলিকপ্টারে যাবেন হাইলাকান্দির আয়নাখালে। আয়নাখালের সভা শেষে ফিরে আসবেন বিমানবন্দরে। এরপর বিমানবন্দর থেকে সড়কপথে হাতিছড়ায় এসে সভায় যোগ দেবেন। হাতিছড়ার সভা শেষে বিমানবন্দরে গিয়ে বিশেষ বিমানে ফিরে যাবেন গুয়াহাটিতে।

আজ বরাকে মুখ্যমন্ত্রী নির্বাচনী প্রচারে
Spread the News
error: Content is protected !!