শতবর্ষের বর্ষপূর্তিতে এবারে ইন্ডোর গেমসের জোড়া আসর ইন্ডিয়া ক্লাবের

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ এপ্রিল : অনূর্ধ্ব ১৯ আন্তঃ অ্যাকাডেমি বরাক ভিত্তিক ক্রিকেটের পর এবার ইন্ডোর গেমসের জোড়া আসর বসাচ্ছে। ক্লাবের ১২৫তম ইন্ডিয়া ক্লাব। তাদের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে একের পর এক কর্মসূচি গ্রহণ করে চলেছে শিলচরের এই ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাব। আগামী ১০ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত চার দিন অনুষ্ঠিত হবে বরাক উপত্যকা ভিত্তিক ব্যাডমিন্টন এবং টেবিল টেনিস প্রতিযোগিতা। নিজেদের ইনডোর স্টেডিয়ামে। একই সঙ্গে দুটি আসর অনুষ্ঠিত হবে। য়এই আসরগুলিতে থাকছে অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫, অনূর্ধ্ব ১৭ এবং সিনিয়র গ্রুপে ছেলে ও মেয়েদের ইভেন্ট।

এছাড়া ভেটেরন গ্রুপ‌ও রয়েছে। ব্যাডমিন্টনে ভেটেরনের একটি ৩৫ ঊর্ধ্বের এবং অন্যটি ৪৫ বছরের ঊর্ধ্বে গ্রুপ। তবে টেবিল টেনিসে শুধু ঊর্ধ ৪০ বছরের ভেটেরন গ্রুপ‌ রাখা হয়েছে। আজ সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে অববাহিত করেন ক্লাবের ভারপ্রাপ্ত সচিব সুমন্ত দাস, সহ-সচিব পিনাক দে, কোষাধ্যক্ষ অরিজিত গুপ্ত, দুই সিনিয়র কর্মকর্তা বাবুল হোড় ও রাজকুমার পাল এবং প্রাক্তন খেলোয়াড় তথা রেফারি প্রবীর দাস। আসরে অংশগ্রহণকারীদের আগামী ৯ এপ্রিলের মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। শুধুমাত্র সিনিয়র ইভেন্টে প্রাইজ মানি দেওয়া হবে। বাকি সব ক্ষেত্রে পুরস্কার হিসেবে থাকছে শুধু ট্রফি। এই প্রতিযোগিতাসমুহকে সফল করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়েছেন অরিন্দম দাম, বিপ্লব পাল চৌধুরী, মধূচন্দা দে, মধুচন্দা চৌধুরী প্রমুখ। তাদের প্রতি এদিন সাধুবাদ জানান আয়োজকরা।

শতবর্ষের বর্ষপূর্তিতে এবারে ইন্ডোর গেমসের জোড়া আসর ইন্ডিয়া ক্লাবের
Spread the News
error: Content is protected !!