সোনাইয়ে বিগত দিনে রাস্তার কাজের নামে বেনামে ঠিকাদারি চলছিল : পরিমল

বাপন লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : সোনাইয়ে সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য ও বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া। বৃহস্পতিবার দুপুরে কাজিডহর পয়েন্টে ফলক উন্মোচনের মাধ্যমে কাজিডহর রোড ও বেরাবাক থেকে নতুন বাজার পর্যন্ত দুটি রাস্তার উন্নতিকরণে মুখ্যমন্ত্রী পকিপথ নির্মাণ প্রকল্পের অধীনে রাস্তার কাজের সূচনা করেন শিলচরের সাংসদ ও সোনাইর বিধায়ক। এ উপলক্ষে স্থানীয় কাজিডহর হাই স্কুলে শিলান্যাস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক বড়ভূইয়ার পৌরহিত্যে সভায় সাংসদ পরিমল শুক্লবৈদ্য তাঁর বক্তব্যে রাস্তার গুরুত্ব তুলে ধরেন। এতে জানান, তিনি পূর্ত মন্ত্রী থাকাকালীন সোনাইর রাস্তার হাল ফেরাতে বেশি প্রকল্প মঞ্জুর করে দিয়েছেন। তখন স্ব-দলীয় বিধায়ক কাজের নামে বেনামে ঠিকাদারি চালিয়েছিলেন তা তিনি বুঝতে পারেননি। বক্তব্যে মুখে নাম না নিয়ে এভাবেই প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করকে বিঁধলেন সাংসদ পরিমল। তবে সরকার দুর্নীতি নির্মূলের অনেকটা সফল হয়েছে বলেও দাবি করেন পরিমলবাবু।

অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড়ভুইয়া বলেন, সোনাইয়ে পার্সেন্টেজ প্রথা বন্ধ হয়েছে। কোনও কাজে তিনি কমিশন নেন না, তাই প্রকল্প সঠিক বাস্তবায়ন চান তিনি। তবে উন্নয়নমূলক কাজে সহযোগিতা করতে জনগণের প্রতি আহ্বান জানান বিধায়ক সাজু। এর আগে রাস্তার কাজের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভাগীয় একজিকিউটিব ইঞ্জিনিয়ার শাকিল আহমেদ। মঞ্চে অন্যান্যদের মধ্যে উপস্থিত বিভাগীয় এসডিও শওকত আলি, কাজিডহর হাই স্কুলের হেড টিচার নির্মল দাস, কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার মনিস জৈন, বিধায়কের প্রতিনিধি খালিদ হাসান লস্কর সহ স্থানীয় বিশিষ্ঠ নাগরিক ও বিভিন্ন জনপ্রতিনিধিরা।
