শিলচরে উড়ালপুল নয়, রাস্তার সম্প্রসারণ ও সংস্কার চাইলেন ব্যবসায়ীরা

বরাক তরঙ্গ, ৭ নভেম্বর : যানজটের জট খুলতে শিলচরে উড়ালপুল নয়, প্রয়োজন শহরের সঙ্কীর্ণ রাস্তাঘাটগুলির সম্প্রসারণ; এমনই সুর তুলল ‘সেন্ট্রাল শিলচর ট্রেডার্স অ্যাসোসিয়েশন’। বৃহস্পতিবার শিলচর সার্কিট হাউস রোডের এক অনুষ্ঠান ভবনে আয়োজিত এক সভায় উঠে আসে এই দাবি।

সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দদুলাল সাহা, সম্পাদক মনোজ পাল, কর্মকর্তা অসিত দত্ত, সুজন দত্ত, প্রসেনজিৎ দাশগুপ্ত, সন্তোষ পাটোয়া, ডি. বসাক, দেবাশিস স্বামী, বীরব্রত রায়, দেবাশিস রায়, বাপ্পা পাল, অঞ্জনা পাল, অঞ্জনা দেব, সঞ্জীব দাস, অভিজিৎ সাহা প্রমুখ।

এক অ্যাসোসিয়েশনের সদস্য তথা তৃণমূল কংগ্রেসের জেলা পর্যায়ের কর্মকর্তা রাজদীপ দেবরায় বিবৃতিতে জানান, সভায় শহরের বাসিন্দা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের পাঁচশতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁরা একবাক্যে জানিয়েছেন, উড়ালপুল নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রশাসনের উচিত ছিল এলাকার সাধারণ মানুষের মতামত জানা। এখনও সেই পরামর্শ প্রক্রিয়া সম্পন্ন হয়নি।

কথায়, রাজদীপবাবুর উড়ালপুলের নির্মাণকাল ও প্রস্তুতিপর্বে এলাকাবাসীকে যে ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে, তা নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সভায় উপস্থিত সকলে। নির্মাণ চলাকালীন যানচলাচল বন্ধ থাকলে শহরের ব্যবসা প্রায় অচল হয়ে পড়বে। তার উপর বাজার এলাকাগুলিতে দোকানপাটে প্রবেশাধিকারও ব্যাহত হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন সবাই।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়, শহরের যানজট সমস্যা নিরসনের বিকল্প উপায় হিসেবে শিলচর শহরের ছোটখাটো রাস্তাগুলির সম্প্রসারণ ও সংস্কারের উপর গুরুত্ব দেওয়া হোক। সেই সঙ্গে সরকার যেন উড়ালপুল নির্মাণ পরিকল্পনা পুনর্বিবেচনা করে, এমন আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, শিলচর শহরের ঐতিহ্যবাহী রাজপথ ও অঞ্চলগুলির ঐতিহাসিক চরিত্র রক্ষার পাশাপাশি আধুনিক পরিকল্পনার দিকেও নজর দিতে হবে। শুধু কংক্রিটের উড়ালপুল বানালে শহরের সমস্যা মিটবে না। বরং এতে পুরনো পাড়া-মহল্লার প্রাণশক্তি হারিয়ে যাবে।

তাঁদের কথায়, আমরা উন্নয়নের বিরোধী নই, কিন্তু উন্নয়ন যেন মানুষের জীবনে স্বস্তি আনে, বিপর্যয় নয়। শহরের রাস্তা প্রশস্ত করা গেলে যানজট অনেকাংশে কমে যাবে। উড়ালপুলের বিকল্প হিসেবে দরকার বাস্তবসম্মত নগর পরিকল্পনার।

অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের বক্তব্য, শহরকে নতুন করে গড়ার আগে পুরনো শহরকে বুঝতে হবে। আমাদের দাবি, শিলচরের ঐতিহ্য ও মানুষের স্বার্থ রক্ষায় সরকার যেন পুনর্বিবেচনা করে।

সভায় বক্তৃতা দেন আরও অনেক ব্যবসায়ী প্রতিনিধি। তাঁদের বক্তব্যে উঠে আসে একই সুর, উন্নয়ন হোক, কিন্তু জনস্বার্থের ব্যাঘাত ঘটিয়ে নয়।

শহরের ট্রাফিক সমস্যা নিয়ে সাধারণ মানুষও এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন। ব্যবসায়ীদের দাবি, প্রথমে রাস্তাগুলি সম্প্রসারণ এবং মেরামত হোক, তারপর ভাবা হোক উড়ালপুলের কথা। মোট কথা, উড়ালপুল নয়, আগে রাস্তাঘাট সম্প্রসারণ এবং সংস্কার, এই স্লোগানেই এখন সরব শিলচরের ব্যবসায়ী মহল।
ছবি প্রতীকী।

Spread the News
error: Content is protected !!