বরাকের সাতজন সাংবাদিককে সংবর্ধনা খোঁজের

বরাক তরঙ্গ, ১২ জুলাই : ‘নির্ভীক সাংবাদিকতা গণতন্ত্রের একটি অপরিহার্য স্তম্ভ এবং সমাজে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠায় এর ভূমিকা অপরিসীম। নির্ভীক সাংবাদিকরা কোনও ভয় বা চাপ ছাড়াই সত্য ঘটনা উদ্ঘাটন করেন এবং তা জনসমক্ষে তুলে ধরেন। এটি সমাজে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে।  শনিবার শিলচর গোপালগঞ্জে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘খোঁজ’ আয়োজিত সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে একথাগুলো বলেন সংগঠনের সভাপতি তথা বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ এম মাসুম। তিনি আরও বলেন, সাংবাদিকরা খুব কম পারিশ্রমিক পান এটা সত্যি। কিন্তু সমাজের জন্য সবচেয়ে বড় কাজটা করেন তারাই। এজন্য খোঁজ সীমিত ক্ষমতার মধ্যেও সবসময় সংবাদকর্মীদের পাশে দাঁড়ানোর জন্য সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এবার পঞ্চম বছরে প্রয়াত ক্ষিতীশকুমার চক্রবর্তী ও স্নেহলতা চক্রবর্তীর স্মৃতিতে সাতজন সাংবাদিককে সম্মাননা জানানো হয়।

শুরুতে সংবর্ধনা জানানো হয় দৈনিক সাময়িক প্রসঙ্গের সহ-সম্পাদক আবুল হায়াত রাজুকে। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন খোঁজের সহ-সভাপতি কল্যাণ চক্রবর্তী এবং সম্মাননা স্মারক তুলে দেন সভাপতি ডাঃ এম মাসুম। এরপর সংবর্ধনা জানানো হয় নুরুল হুদা লস্কর (দৈনিক যুগশঙ্খ), শিবাজী ধর (দৈনিক নববার্তা প্রসঙ্গ), পরমা ব্যানার্জি (দৈনিক গতি), অরূপ রায় (দৈনিক যুগশঙ্খ, শ্রীভূমি), বাণী কর্মকার (বার্তালিপি)-র হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা খোঁজের উদ্যোগে শিলচর গোপালগঞ্জের মুন্সি কমপ্লেক্সে দুপুর দেড়টায় শুরু হয় সম্মাননা অনুষ্ঠান।

বরাকের সাতজন সাংবাদিককে সংবর্ধনা খোঁজের

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সজল লস্কর। সংবর্ধিতদের পক্ষে বক্তব্য রাখেন শিলচরের দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার আবুল হায়াত রাজু, দৈনিক নববার্তা প্রসঙ্গের শিবাজী ধর, দৈনিক যুগশঙ্খের নুরুল হুদা লস্কর, দৈনিক গতির পরমা ব্যানার্জি, ও দৈনিক যুগশঙ্খের শ্রীভূমি প্রতিনিধি অরূপ রায়। তবে অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি ডিএস নিউজ অসমের জাকির হোসেন লস্কর। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি এসএস কলেজের প্রাক্তন অধ্যক্ষ পরিতোষচন্দ্র দত্ত,সোনাই এমসিডি কলেজের উপাধ্যক্ষ ড. আব্দুল মতিন লস্কর, সোনাই পুরসভার ওয়ার্ড কমিশনার দীপুকুমার দাস, সাংবাদিক-সমাজকর্মী মিলন উদ্দিন লস্কর, বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি রতন দেব,বদরপুরের আল-হিরা সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের মনসুর আলম,রাজ্যিক পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অতনু চৌধুরী। তারা সবাই খোঁজের বিভিন্ন কাজকর্মের উচ্ছসিত প্রশংসা করেন।

বরাকের সাতজন সাংবাদিককে সংবর্ধনা খোঁজের

আয়োজক সংস্থার সম্পাদক সজল লস্কর তার বক্তব্যে বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে যাদের অবদান অনস্বীকার্য তাদের সম্মানিত করার ক্ষুদ্র প্রয়াস হাতে নিয়েছে সংগঠন। এবার এই কর্মসূচি পঞ্চম বর্ষে পা দিয়েছে। আগামীদিনে এই ধারা অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া সাংবাদিক দ্বিজেন্দ্রলাল দাস ও নাট্যকার মণি ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গণেশ ভদ্র, অবসরপ্রাপ্ত শিক্ষক মন্জুরুল হক লস্কর, কমরুল ইসলাম মজুমদার, রিয়াজ উদ্দিন লস্কর, স্বপ্না লস্কর, অধ্যাপক তুষারকান্তি কানুনগো, মাম্পি মজুমদার প্রমুখ।

Author

Spread the News