সুবর্ণ জয়ন্তীকে ঘিরে অসম কলেজ কর্মচারী সংস্থার প্রস্তুতি বৈঠক শিলচরে
বরাক তরঙ্গ, ১০ আগস্ট : সারা আসাম কলেজ কর্মচারী সংস্থা বরাক উপত্যকা জেলা কমিটির এক সভা শিলচর উইমেন্স কলেজে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি বিশ্বজিৎ দে-র পৌরহিত্যে বিশেষ প্রস্তুতি বৈঠকে সারা অসম কলেজ কর্মচারী সংস্থা, বরাক উপত্যকা জেলার পঞ্চাশ বছর বর্ষপূর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের দিন ধার্য্য করা হয়েছে।
শনিবার আয়োজিত বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবছরের ২৮, ২৯ ও ৩০ ডিসেম্বর হাইলাকান্দির এসএস কলেজে সংস্থার সুবর্ণ জয়ন্তী বর্ষ পালিত হবে। এই অনুষ্ঠানকে ঘিরে গঠিত হয়েছে ‘সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি’, এতে সভাপতি হিসাবে বিশ্বজিৎ দে, সম্পাদক হিসেবে অজয়কুমার দাস, উপদেষ্টা হিসেবে নীতিশ ভট্টাচার্য ও সত্যব্রত দত্ত সহ অন্যান্য সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তাছাড়াও অনুষ্ঠানকে সর্বাঙ্গ সুন্দর করে তুলতে অভ্যর্থনা কমিটি, ফাইনান্স কমিটি, ক্রীড়া ও সাংস্কৃতিক কমিটি, ফুড কমিটি, প্রচার কমিটি, স্মরণিকা কমিটি সহ বিভিন্ন সাব কমিটি গঠন করা হয়েছে।
সংস্থার সাধারণ সম্পাদক অজয়কুমার দাস জানান, ১৯৭৬ সালে নীতিশ ভট্টাচার্যের উদ্যোগেই সারা রাজ্যের মধ্যে প্রথম বরাক উপত্যকাতে সারা আসাম কলেজ কর্মচারী সংস্থার বরাক উপত্যকা জেলা কমিটি গঠিত হয়েছিল। সমগ্র আসামের মধ্যে সবচেয়ে প্রাচীন সংস্থা হচ্ছে আমাদের কমিটি যা এবছর পঞ্চাশ বছরে পা রেখেছে। তিনি বরাক উপত্যকার ২৬টি কলেজ ইউনিটের কাছে উক্ত অনুষ্ঠানকে সফল করে তোলার আহ্বান জানিয়েছেন।