পাথারকান্দিতে ১৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩, বাজেয়াপ্ত দু’টি বাহন

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : পাথারকান্দির প্যাটেলনগর এলাকা থেকে প্রায় ১৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক তিন পাচারকারীকে আটক করল শ্রীভূমি পুলিশ। মিজোরাম থেকে শ্রীভূমি জেলা হয়ে পাথারকান্দি পৌছার পথে পুলিশের হাতে ধরা পড়ে। পাশাপাশি দু’টি বাহন বাজেয়াপ্ত করে পুলিশ। বুধবার পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের নেতৃত্ব একদল পুলিশ অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের প্যাটেলনগর এলাকায় অভিযানে নেমে এই সফলতা পায়। জানা গেছে, এদিন পুলিশ সুপার দাস গোপন সূত্রের ভিত্তিতে প্যাটেলনগর অসম-ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের উপর ওৎপেতে থাকেন। এক সময় সড়ক দিয়ে যাওয়া দু’টি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে লুকিয়ে রাখা ৭৫ হাজার নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। একই সঙ্গে এই পাচার কাণ্ডে জড়িত থাকা তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ।

পাথারকান্দিতে ১৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩, বাজেয়াপ্ত দু'টি বাহন

উদ্ধার হওয়া নেশা সামগ্রী পাচারের সঙ্গে ব্যবহৃত এএস-০২ এই ০১১৯ ও এএস-০১ এফএক্স ৩৮৬২ নম্বরের গাড়ি দুটোকে ও আটক করে পুলিশ। ধৃতরা হল হোসেন আহমদ, নাজিম উদ্দিন ও আব্দুল্লা খয়ের। তাদের বাড়ি কাছাড় জেলায় বলে জানা গেছে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার দর প্রায় ১৯ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে।

পাথারকান্দিতে ১৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩, বাজেয়াপ্ত দু'টি বাহন

Author

Spread the News