এক রাতে ১৭ জন চোরকে গ্রেফতার শিলচরে, আতঙ্কিত না হওয়ার আহ্বান এসপির
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : শিলচর শহরে ঘন ঘন চুরির ঘটনা ঘটলেও শেষ পর্যন্ত বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। মঙ্গলবার রাতে শিলচর শহরের তারাপুর, রংপুর, রাঙ্গিরখাড়ি সহ বিভিন্ন এলাকায় একের পর এক অভিযান চালিয়ে মোট কুখ্যাত ১৭ জন চোরকে গ্রেফতার করেছে কাছাড় পুলিশ। ধৃতরা বিভিন্ন চুরির ঘটনায় জড়িত রয়েছে বলে জানান পুলিশ সুপার নুমুল মাহাতো।
পুলিশ সুপার বলেন, তাদের কাছ থেকে তামা কাশার সামগ্রী, ল্যাপটপ, মোবাইল গাড়ির ব্যাটারি, জলের পাম্পসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। গ্রেফতার করা ১৭ জনের নাম হল কামাল হুসেন মজুমদার, আনোয়ার হোসেন, চিনু লস্কর, বীরেন দাস, তৈয়বুর রহমান লস্কর, রফিক উদ্দিন লস্কর, রাজু দাস, আলতাফ হোসেন লস্কর, রহিম উদ্দিন মজুমদার, কিষান দাস, রিবেল হোসেন মজুমদার, আব্দুল জলিল লস্কর, আলি হোসেন বড়ভূইয়া, মান্না দে, গুণমণি দাস বিশ্বজিৎ দাস ও দীপক দাস।
পুলিশ সুপার জানান, চোরের ঘাঁটিকে উৎখাত করতে কাছাড়ের পুলিশকর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। জনসাধারণকে আতঙ্কিত হওয়ার কোন প্রয়োজন নেই। পুলিশ প্রশাসন সবসময় জনসাধারণের স্বার্থে কাজ করে যাচ্ছে।
পুলিশ সুপার আরও জানান, গ্রেফতার করা কুখ্যাত ১৭ জন চোরকে জোর কদমে জিজ্ঞাসা বাদ চালিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য ও হিবজুর রহমান, শিলচর।