দেশভক্ত তরুণরাম ফুকনের মৃত্যুবার্ষিকী পালন লক্ষীপুরে
জনসংযোগ, লক্ষীপর।
বরাক তরঙ্গ, ২৮ জুলাই : লক্ষীপুর সমজেলা প্রশাসনের উদোগে ও লক্ষীপুর মহকুমা তথ্য ও জনযাংযোগ বিভাগের ব্যবস্থাপনায় দেশভক্ত তরুণরাম ফুকনের ৮৬তম মৃত্যুবার্ষিকীকে দেশভক্তি দিবস হিসেবে পালন করা হয়। সোমবার সমজেলা আয়ুক্ত কার্যালয়ে প্রথমে দেশভক্ত তরুণরাম ফুকনের জীবনী নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন লক্ষীপুর সমজেলার অ্যাসিস্টেন্ট কমিশনার ও মহকুমা তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারীক পঙ্খী হাজরিকা। বক্তব্যে বলেন, দেশভক্ত তরুণরাম ফুকন ছিলেন একজন বিখ্যাত দেশপ্রেমিক এবং স্বাধীনতা সংগ্রামী। তিনি অসমের একজন প্রভাবশালী নেতাও ছিলেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তরুণরাম ফুকন ছিলেন একজন সুদক্ষ বক্তা ও লেখক তিনি অসমে ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জনগণের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেন। তিনি অসমের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দেন এবং জনগণের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তরণরাম ফুকন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
তিনি শিক্ষার প্রসারে সঙ্গেও জড়িত ছিলেন এবং শিক্ষা প্রতিষ্ঠানে যথেষ্ট সহায়তা করেন। ১৯৩৯ সালের ২৮ শে জুলাই তরুনরাম ফুকন মৃত্যুবরণ করেন। তাই ২৮ শে জুলাই দিবসকে দেশভক্ত তরুণরাম ফুকনের মৃত্যুবার্ষিকী দিবস রূপে পালন করা হয়। এরপর পঙ্খী হাজরিকা দেশভক্ত তরুণ রাম ফুকনের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন ও পুষ্পাঞ্জলী অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লক্ষীপুর সমজেলার খাদ্য ও অসামরিক বিভাগের সুপারেন্টডেন্ট প্রদীপ সইকিয়া, লক্ষীপুর উন্নয়ন খণ্ডের আধিকারিক নৌসানুর রহমান সহ লক্ষীপুর সমজেলা কার্যালয় ও লক্ষীপুর ব্লক কার্যালয়ের সরকারি কর্মীরা।