লক্ষীপুরে ৪টি জেলা পরিষদ আসনে ৯টি মনোনয়নপত্র জমা

বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হল ১১ এপ্রিল শুক্রবার। এদিন বিকেল ৩টা পর্যন্ত রাজ্যের অন্যান্য স্থানের সঙ্গে কাছাড় জেলায়ও জেলা পরিষদ সদস্য, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য  ও গ্রাম পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। লক্ষীপুর কো-ডিস্ট্রিক্ট কমিশনার কার্যালয়ে জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। লক্ষীপুরে মোট ৪টি জেলা পরিষদ আসনের জন্য ৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র গ্রহণ করেন লক্ষীপুরের সার্কল অফিসার ঋতুপর্ণা ভদ্র, অ্যাটাচমেন্ট সার্কল অফিসার চন্দন কলিতা সহ কার্যালয়ের কর্মীরা। মনোনয়নপত্র গ্রহণ করার প্রক্রিয়ায় সহায়তা করেন মাস্টার ট্রেনার তথা ট্রেনিং ও কো-অর্ডিনেশন সেলের জয়েন্ট কো-অর্ডিনেটর ড. গঙ্গেশ ভট্টাচার্য। মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া তদারকি করেন কো-ডিস্ট্রিক্ট কমিশনার ধ্রুবজ্যোতি পাঠক।এছাড়াও উপস্থিত ছিলেন কার্যালয়ের দুই বরিষ্ঠ কর্মী তারাশঙ্কর দাস ও সত্যেন্দ্র কুমার যাদব।

লক্ষীপুরে ৪টি জেলা পরিষদ আসনে ৯টি মনোনয়নপত্র জমা

এদিন সকাল সাড়ে এগারোটা নাগাদ রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা, দলের পদাধিকারী সঞ্জয় ঠাকুর, রীনা সিং সহ দলীয় কর্মী সমর্থকরা জেলা পরিষদ সদস্য ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের প্রার্থীদের নিয়ে মিছিল করে এসে মনোনয়নপত্র জমা দেন। বড়থল -হরিনগর জেলা পরিষদ( জেনারেল মহিলা সংরক্ষিত) আসনে মোট ২টি মনোনয়নপত্র জমা পড়ে। বিজেপি প্রার্থী বিজয়েতা মাহাতো ও কংগ্রেস প্রার্থী রঞ্জু রানি পাল এই আসনের জন্য মনোনয়নপত্র জমা দেন। দেওয়ান-পালরবন্দ আসনে ২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তারা হলেন বিজেপির দেবজ্যোতি বাউরি ও কংগ্রেসের মনোজ গোয়ালা। লক্ষীপুর-দিলখুশ( জেনারেল মহিলা সংরক্ষিত) আসনে ২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। তাঁরা হলেন বিজেপির সীমা দেব ও কংগ্রেসের রোজলিয়ান মার। বিন্নাকান্দি- ভুবনহিল জেলা পরিষদ আসনের জন্য মোট ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাঁরা হলেন বিজেপির কিষান রিকিয়াশন, কংগ্রেসের রাহুল পান্ডে ও নির্দল প্রার্থী জয়দীপ গোয়ালা।

লক্ষীপুরে ৪টি জেলা পরিষদ আসনে ৯টি মনোনয়নপত্র জমা

এছাড়াও বিন্নাকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের অধীন ১০টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদের জন্য ১৫ টি মনোনয়নপত্র দাখিল হয়। লক্ষীপুর আঞ্চলিক পঞ্চায়েতের অধীন ১১টি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদের জন্য মনোনয়নপত্র জমা পড়ে ২৫টি। রাজাবাজার আঞ্চলিক পঞ্চায়েতের ১০ টি আসনের জন্য ১৯টি মনোনয়নপত্র জমা পড়ে। শনিবার মনোনয়নপত্র পরীক্ষা করা হবে।

Author

Spread the News