গুয়াহাটিতে সেতুর নির্মাণ কাজের সময় গভীর খাদে পড়ে নিখোঁজ কর্মী
বরাক তরঙ্গ, ১৬ জুলাই : মর্মান্তিক ঘটনা! সেতুর নির্মাণ কাজের সময় গভীর খাদে পড়ে তলিয়ে গেলেন এক কর্মী। ঘটনাটি সংঘটিত হয় গুয়াহাটি-উত্তর গুয়াহাটি নির্মাণাধীন সেতুতে।
উত্তর গুয়াহাটির অভয়পুরে গভীর খাদে পড়ে যাওয়ার পর নিখোঁজ হন উত্তর প্রদেশের ৪০ বছর বয়সী ক্রেন অপারেটর বিনোদ যাদব। এ ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে। খবর পেয়ে পৌঁছে পুলিশ। চলছে তল্লাশি।
ছবি : NEWS8 northeast.