প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় খুন যুবতী গুয়াহাটিতে
বরাক তরঙ্গ, ৭ জুলাই : ফের গুয়াহাটিতে হত্যাকাণ্ড। বামুনিমৈদানে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় যুবতীর গলা কেটে হত্যা করল এক যুবক। এমন অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এক যুবককে।
মৃত মহিলার নাম ছিল গালেজা বিবি।
কাঠমিস্ত্রি সাহার উদ্দিন মণ্ডলের বিরুদ্ধে খুনের অভিযোগ উত্থাপিত হয়। তিনি মদ্যপ অবস্থায় গালেজা বিবিকে হত্যা করেছেন।
ভগ্নিপতির হাতে মৃত্যু গালেজা বিবির। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় সাবাহ উদ্দিন মন্ডলের হাতে খুন হত তার।