পীযূষের সামনেই কমলাক্ষ ‘গো ব্যাক’ ও ‘জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল কাটিগড়া

ঝুমি নাথ ও বিশ্বজিৎ আচার্য, বড়খলা ও শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জুলাই : বন্যায় বিপর্যস্থ কাটিগড়ায় জমে উঠল রাজনৈতিক খেলা। জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজরিকার সামনেই কমলাক্ষ ‘গো ব্যাক’ ও ‘জিন্দাবাদ’ আওয়াজে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। শনিবার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থকে সঙ্গে নিয়ে কাটিগড়ার অকেজো স্লুইচ গেট পরিদর্শনে যান মন্ত্রী পীযূষ হাজরিকা। জালালপুর পিননগরে পৌঁছলে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। মন্ত্রীর সঙ্গে কমলাক্ষ দে পুরকায়স্থকে দেখে হজম করতে পারেনি স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা। মন্ত্রীর সামনেই কমলাক্ষ ‘গো ব্যাক’ স্লোগান দিয়ে পরিস্থিতি উত্তাল করেন। এতে কমলাক্ষের পক্ষ ক্ষেপে যায়। শুরু হয় দু’পক্ষের হাতাহাতি। একইসঙ্গে স্থানীয় পুরুষ-মহিলারা কমলাক্ষ দে জিন্দাবাদ ধ্বনি তুলে আকাশ বাতাস ভারি করে তুলেন। স্থানীয় মহিলারা কালাইন মণ্ডল বিজেপি সভাপতির বিরুদ্ধে তাদের টেলাধাক্কা করার অভিযোগ তুলেন।

পীযূষের সামনেই কমলাক্ষ 'গো ব্যাক' ও 'জিন্দাবাদ' স্লোগানে উত্তাল কাটিগড়া

মহিলারা বলেন, বন্যায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পরিবার। তখন স্থানীয় বিজেপি নেতারা তাঁদের পাশে ছিলেন না। কমলাক্ষ তাঁদের যথেষ্ট সাহায্য করেছেন। আজ মন্ত্রীর কাছে তাঁরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসেছিলেন। কালাইন মণ্ডল বিজেপির সভাপতি সহ অন্যান্যরা তাদের মন্ত্রীর সঙ্গে দেখা করতে দেননি। উল্টো তাদের টেলাধাক্কা করে অপমানিত করা হয়েছে।

পীযূষের সামনেই কমলাক্ষ 'গো ব্যাক' ও 'জিন্দাবাদ' স্লোগানে উত্তাল কাটিগড়া

এ দিকে, কাটিগড়ায় কমলাক্ষের আনাগোনায় কিছুদিন থেকে কালাইন-কাটিগড়ার মণ্ডল বিজেপির মধ্যে ক্ষোভ বিরাজ করছে। ‘২৬ এর অঙ্কে বিজেপি মুখি কংগ্রেসের বিধায়কের বাড়াবাড়ি মোটেও ভালো দেখছেন না কাটিগড়ার বিজেপি কর্মীরা। এনিয়ে আগেও তাঁদের ক্ষোভ প্রকাশ্যে এসেছে। তবে এবার  স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা মন্ত্রীর সামনেই ক্ষোভ ঝাড়লেন।

Author

Spread the News