আগস্টে হবে মন্ত্রিসভা সম্প্রসারিত, মিলবে বরাকেও : মুখ্যমন্ত্রী
বরাক তরঙ্গ, ২১ জুন : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভা কবে সম্প্রসারিত হবে? আজ তেজপুরে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে মুখ খুললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেছেন আগস্টের আগে অসমের মন্ত্রিসভা সম্প্রসারিত হবে সংবিধান অনুযায়ী মন্ত্রিসভায় মন্ত্রী থাকবেন ১৯ জন। এর বেশী থাকেন না।
মন্ত্রিসভা সম্প্রসারণে বেশ কয়েকজন নয়া মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বরাক উপত্যকা থেকে যে কোনও এক-দুজন মন্ত্রী জায়গা পাবেন তা নিশ্চিত। বরাক থেকে পরিমল শুক্লবৈদ্য একমাত্র মন্ত্রী ছিলেন। কিন্তু এবার তিনি সংসদে নির্বাচিত হওয়ায় অসম মন্ত্রিসভায় বরাক উপত্যকা থেকে শূন্য প্রতিনিধিত্ব রয়েছে। দক্ষিণ অসমের বিধায়করা মন্ত্রিসভায় আসন পাবেন তাও নিশ্চিত।
সিনিয়র মন্ত্রী কেশব মহন্তের রদবদলও নিশ্চিত করবে যে বর্ধিত মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রীর রদবদল করা হবে। একজন বর্তমান প্রবীণ মন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে নিয়োগ দেওয়ারও সম্ভাবনা রয়েছে। তা হলে বর্তমান রাজ্য সভাপতি ভাবেশ কলিতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হবে।