‘ছেলেরা, তোমাদের জন্য আমি গর্বিত’ ম্যাক্রোঁ

১৯ ডিসেম্বর : ব্যক্তিগত কুশলতা দেখিয়েও হার মানতে হয়েছে কিলিয়ান এমবাপেকে। ম্যাচ শেষে তিনি বসে পড়েন মাঠের মধ্যে। তখন তাঁর পাশে দাঁড়ান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। যিনি দর্শকাসনে বসে জাতীয় দলকে সমর্থন জুগিয়ে যান, আশাহত ফুটবলারদের সান্ত্বনা দিতে নেমে আসেন মাঠে। তাদের প্রবোধ দেওয়ার চেষ্টা করেন ম্যাক্রোঁ। বলেন, ‘ছেলেরা, তোমাদের জন্য আমি গর্বিত।’

এ দিকে, প্রিয় দেশের দল হেরে গিয়েছে। তবু কান্না নেই চন্দননগরের ফ্রান্স সমর্থকদের। কারণ, লড়াই ছিল মেসি বনাম এমবাপেরও। সেই লড়াইয়ে ‘নায়ক’ এমবাপে জিতেছেন। তাই জয়ধ্বনি অতীতের ফরাসডাঙায়। যে পানশালা সন্ধ্যা থেকেই ফ্রান্সের জন্য গলা ফাটাচ্ছিল, সেখানে ম্যাচের শেষে অন্য সুর। কেউ কেউ ফরাসি ভাষায় চিৎকার করছিলেন, ‘এমবাপে ভু জ্যাত নত্র এরো’ (এমবাপে আমাদের নায়ক), ‘এমবাপে ভু জ্যাত নত্র দিউ’ (এমবাপে আমাদের ভগবান)

Author

Spread the News