পাথারকান্দিতে অবৈধ বালু উত্তোলন, সরেজমিনে বিধায়ক

বাজেয়াপ্ত এক্সকেবেটর সহ বালি বোঝাই লরি____

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : দীর্ঘ দিন থেকে পাথারকান্দিতে অবৈধ ভাবে লঙ্গাই নদী থেকে বালু উত্তোলন করে পাচার করে আসছে বিশেষ চক্র। অবশেষে বালুমাফিদের অবৈধ বালু কারবার বন্ধ করতে মাঠে নামলেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। গণ অভিযোগের ভিত্তিতে সরেজমিনে প্রত্যক্ষ কর‍তে মঙ্গলবার গভীর রাতে অবৈধ ভাবে বালু উত্তোলন হওয়া নদীর ঘাটে উপস্থিত হন বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বাস্তব দৃশ্য ও পূর্ত সড়কের ক্ষতির অবস্থা দেখে চটে লাল হয়ে যান বিধায়ক। রাতেই ঘটনাস্থলে তলব করেন এসিএফ সামস উদ্দিন লস্কর সহ পাথারকান্দি বন সংমণ্ডলের কর্মীদের। সঙ্গে সঙ্গে বালু উত্তোলন কাজে জড়িত এক্সকেবেটর সহ বালি বোঝাই লরি বাজেয়াপ্ত করে নিজ হেফাজতে নিয়ে নেন। পাশাপাশি অবৈধ বালু উত্তোলনে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার পাশাপাশি পাথারকান্দি বন সংমণ্ডল কার্যলয়ের কোন কোন কর্মী এই অবৈধ বালু কারবার সহ  উত্তোলনের সহায়তায় জড়িত রয়েছে তাদের সনাক্ত করে এদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন জেলা বন বিভাগের এসিএফ সামস উদ্দিনকে।

পাথারকান্দিতে অবৈধ বালু উত্তোলন, সরেজমিনে বিধায়ক

উল্লেখ্য, পাথারকান্দি বন সংমণ্ডল কার্যলয়ের ঠিক সামনে দিয়ে বয়ে যাওয়া লঙ্গাই নদীর তীরে মেশিন লাগিয়ে অবৈধ উপায়ে লঙ্গাই নদী থেকে বালু তোলে পাচার করে আসছে বালু মাফিয়ারা। অভিযোগ মতে এসব চলছিল পাথারকান্দি বন সংমণ্ডল কার্যলয়ের বন কর্মীদের ম্যানেজ করে চেঙ্গজুর এলাকায় প্রতিদিন মেশিন লাগিয়ে অবৈধবাবে বালু উত্তোলন করে আসছে বালু মাফিয়ারা। এভাবে বালু উত্তোলনে ফলে রাস্তার ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। একই সঙ্গে তলিয়ে যাচ্ছে নদী বাঁধ। বন কর্মীদের চোখের সামনে অবৈধ বালু উত্তোলন হয়ে আসলেও তা দেখেও না দেখার ভান করে চলছেন বন আধিকারিক সহ বন কর্মীরা।  

পাথারকান্দিতে অবৈধ বালু উত্তোলন, সরেজমিনে বিধায়ক

Author

Spread the News