ছাত্রদের বিক্ষোভের মধ্যে পদত্যাগ আইআইটি গুয়াহাটির সঞ্চালকের
বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : গুয়াহাটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির এক ছাত্রের মৃত্যুর ঘটনায় ছাত্রদের বিক্ষোভের মধ্যে পদত্যাগ করেছেন ডিন (সঞ্চালক) কান্ডুরু ভি কৃষ্ণা। তিনি আইআইটি-দিল্লির প্রাক্তন ছাত্র। এই শিক্ষাবিদ আইআইটি দিল্লি থেকে পিএইচডি লাভ করেন।
প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের নিরাপত্তার চেয়ে গ্রেডকে বেশি গুরুত্ব দেওয়ার অভিযোগে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী বিক্ষোভ শুরু করেছিল।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বিমলেশ কুমারের মৃতদেহ ব্রহ্মপুত্র হোস্টেলে তার ঘরে পাওয়ার পর সঞ্চালকের এই অভিযোগ তুলে পদত্যাগও দাবি করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, গত শীতে প্রয়োজনীয় উপস্থিতি পূরণে ব্যর্থ হওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থী যথাযথ ব্যবস্থা ও শাস্তির মুখোমুখি হয়েছেন। তাদের মধ্যে ছিলেন মৃত বিমলেশ কুমার। ক্লাসে উপস্থিতি কম থাকায় ছাত্রটিকে ইন্টার্নশিপ করতে নিষেধ করা হয়েছিল। এতেই আত্মহত্যা করেছে বলে অভিযোগ।
ছাত্রদের দাবি যে কর্তৃপক্ষ আইআইটি-গুয়াহাটি হাসপাতালের দেওয়া মেডিক্যাল সার্টিফিকেট পরীক্ষা করতে অস্বীকার করেছে। কর্তৃপক্ষ ছুটি মঞ্জুর করার ক্ষেত্রে নমনীয় বলেও অভিযোগ করেন তারা। এমনকি শিক্ষার্থীরা বৈধ মেডিক্যাল সার্টিফিকেট জমা দেন।
শিক্ষার্থীরা দাবি করে তাদের ছুটির অনুরোধগুলি হয় উপেক্ষা করা হয়েছে বা অর্থহীন প্রত্যাখ্যান করা হয়েছে।