বাগপুর-সোনাবাড়িঘাট জেলা পরিষদ এলাকার কংগ্রেসিদের ইফতার মহফিল
বরাক তরঙ্গ, ২১ মার্চ : বাগপুর-সোনাবাড়িঘাট জেলা পরিষদ এলাকার কংগ্রেসিদের উদ্যোগে দক্ষিণ কৃষ্ণপুরে অনুষ্ঠিত হল এক জমজমাট ইফতার মহফিল। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় এক বিবাহ ভবনে আয়োজিত ইফতার মহফিলে প্রচুর সংখ্যক লোকের সমাগম ঘটে। ইফতারের আগে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের সভাপতি আনসার হোসেন বড়লস্করের পৌরহিত্যে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী ড. নুরুল হক। ইফতার মহফিলের শেষের দিকে অনুষ্ঠানে উপস্থিত হন জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল। ইফতারের মাধ্যমে শান্তি ও সম্প্রীতি বার্তা ছড়িয়ে পড়বে বলে অভিমত ব্যক্ত করেন অভিজিৎ।

এছাড়া ইফতার মহফিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সূর্যকান্ত সরকার, ইফতিকার আলম, বাঁশকান্দি ব্লক কংগ্রেসের সভাপতি হুসাইনুল লস্কর, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আইনজীবী সামসুজামান মজুমদার, আজিজুর রহমান চৌধুরী প্রমুখ। এই আয়োজন সফল করতে কঠোর পরিশ্রম করেন আয়োজক কমিটির আমির হোসেন লস্কর, রাকা মজুমদার, জাবেদ চৌধুরী, সোয়েল চৌধুরী প্রমুখ।
