অগপর সংখ্যালঘু পরিষদের নেত্রী আয়েশা সুলতানা চৌধুরীর উদ্যোগে ইফতার

বরাক তরঙ্গ, ২৩ মার্চ : অসম গণ পরিষদের ভ্রাতৃ সংগঠন সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে তাঁর বাসভবনে ইফতার ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। এতে সোনাই বিধানসভার বিভিন্ন অঞ্চলের মানুষ জাতি-বর্ণ-ধর্ম- নির্বিশেষে ইফতারে সামিল হন।

আয়েশা সুলতানা বলেন, রমজান কোরান নাজিলের মাস। কোরান মানুষের জন্য হেদায়েত বা পথনির্দেশক। মুসলিম উম্মাহর জন্য নির্দেশনা হলো–যারা এ মাসটি পাবে তাদের জন্য রোজা পালন করতে হবে। তাই এই মাস সব মুসলমানের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সম্পাদক সুজিত দেব, যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নেকবুব হুসেন লস্কর, সংখ্যালঘু পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার,কাছাড় জেলা সভাপতি হায়দর হুসেন লস্কর ও সম্পাদক রুকন লস্কর, সোনাই বিধান পরিষদের সভাপতি সাহাব উদ্দিন মজুমদার ও সম্পাদক জমিল আহমেদ বড়ভূইয়া, অগপর জেলার প্রচার সম্পাদক রুমিম আহমেদ মাঝারভূইয়া সহ অন্যান্যরা।

অগপর সংখ্যালঘু পরিষদের নেত্রী আয়েশা সুলতানা চৌধুরীর উদ্যোগে ইফতার
অগপর সংখ্যালঘু পরিষদের নেত্রী আয়েশা সুলতানা চৌধুরীর উদ্যোগে ইফতার

Author

Spread the News