সামর্থ আর দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল না হলে সঠিক প্রোফাইল তৈরি অসম্ভব : রনীত চৌধুরী

ক্যারিয়ার ডেভেলাপমেন্ট প্রোগ্রাম নিয়ে মত বিনিময় সভা রাধামাধব কলেজে

বরাক তরঙ্গ, ১৫ ফেব্রুয়ারি : রাধামাধব কলেজ আইকিউএসি-র উদ্যোগে ও অসম ডাউন টাউন ইউনিভার্সিটির সহযোগিতায় বৃহস্পতিবার রাধামাধব কলেজ প্রেক্ষাগৃহে ক্যারিয়ার ডেভেলাপমেন্ট প্রোগ্রামের উপর আলোচনা তথা মত বিনিময় সভার আয়োজন করা হয়। কার্যক্রমের অধীনে ছাত্রছাত্রীদের ব্যক্তিত্ব বিকাশ উপর আলোকপাত করা সহ পড়ুয়াদের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হয় যা পরিচালনা করেন ডাউন টাউন ইউনিভার্সিটি থেকে আগত কর্মকর্তারা, এতে কলেজের চার শতাধিক ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন।

সামর্থ আর দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল না হলে সঠিক প্রোফাইল তৈরি অসম্ভব : রনীত চৌধুরী

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাধামাধব কলেজ আইকিউএসি-র কো-অর্ডিনেটর ড. সোনালি চৌধুরী বলেন, ২০২৩ সালে আসাম ডাউন টাউন ইউনিভার্সিটি ও রাধামাধব কলেজের মধ্যে একটি মৌ স্বাক্ষর হয়েছিল যার পরিপ্রক্ষিতেই এদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনি এদিনের অনুষ্ঠানেকে সাফল্যমণ্ডিত করে তুলতে সহযোগিতার হাত বাড়ানোর জন্য অধ্যক্ষ ড. দেবাশিস রায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত প্রোগ্রামের মাধ্যমে ছাত্র ছাত্রীরা অনেক উপকৃত হয়েছে বলে জানান তিনি। আগামীদিনেও ডাউন টাউন ইউনিভার্সিটির সহযোগিতায় এধরণের কার্য্যক্রম চলবে বলে জানান ড. সোনালি চৌধুরী ।

সামর্থ আর দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল না হলে সঠিক প্রোফাইল তৈরি অসম্ভব : রনীত চৌধুরী

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাউন টাউন ইউনিভার্সিটির অ্যাসিস্টেন্ট ম্যানেজার (ট্রেনিং অ্যান্ড ডেভেলাপমেন্ট) রনীত চৌধুরী বলেন, সামর্থ্য আর দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল না হলে নিজের সঠিক প্রোফাইল তৈরি সম্ভব নয়। ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের সঠিক প্রোফাইল ও সঠিক ডোমেইন চয়ন করার জন্য এধরণের প্রোগ্রাম খুবই জরুরী। তিনি বলেন, রাধামাধব কলেজের সঙ্গে তাদের প্রতিষ্ঠানের মউ স্বাক্ষর হওয়ার পরিপ্রক্ষিতেই তাদের এখানে আসা। খুব ভাল সেশন ছিল এবং ছাত্রছাত্রীরা এতে দারুণ সাড়া দিয়েছে। অসম ডাউন টাউন ইউনিভার্সিটির উপর রাধামাধব কলেজ কর্তৃপক্ষ যে আস্থা ও বিশ্বাস রেখেছেন তারজন্য তারা আপ্লুত এবং কলেজ কর্তৃপক্ষকে তারজন্য আন্তরিক ধন্যবাদ জানান রনীত বাবু। 

সামর্থ আর দুর্বলতা সম্পর্কে ওয়াকিবহাল না হলে সঠিক প্রোফাইল তৈরি অসম্ভব : রনীত চৌধুরী

এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রাধামাধব কলেজের অধ্যক্ষ ডঃ দেবাশিস রায়, আসাম ডাউন টাউন ইউনিভার্সিটির ডেপুটি ম্যানেজার রাহুল ভরদ্বাজ, আসাম ডাউন টাউন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক গীতার্থ প্রতিম কুসরে, রাধামাধব কলেজ আইকিউএসি-র সহকারী কো-অর্ডিনেটর ড. অরুণাভ ভট্টাচার্য প্রমুখ। গোটা অনুষ্ঠান সঞ্চালনা করেন রাধামাধব কলেজ আইকিউএসি-র সহকারী কো-অর্ডিনেটর স্বর্ণালী রায় চৌধুরী । এছাড়াও এদিনের অনুষ্ঠানে রাধামাধব কলেজ শিক্ষক, অশিক্ষক ও লাইব্রেরি বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

Author

Spread the News